জাতীয়

পানি বাড়ছে গঙ্গা ও পদ্মার

দেশের নদ-নদীর ২৬টি স্থানে পানি বৃদ্ধি এবং ৫১টি স্থানে পানি হ্রাস পেয়েছে। কোথাও পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে না। পানি উন্নয়ন বোর্ডের বন্যা তথ্য কেন্দ্রের এক সংবাদ বিজ্ঞপ্তি হতে শুক্রবার এ কথা জানা যায়।সকল নদ-নদীর পানি বিপদসীমার নীচ দিয়ে প্রবাহিত হচ্ছে। ব্রহ্মপুত্র-যমুনা ও গঙ্গা নদীর পানি বৃদ্ধি পাচ্ছে এবং পদ্মা ও মেঘনা নদীর পানি হ্রাস পাচ্ছে। আগামী ৪৮ ঘণ্টায় ব্রহ্মপুত্র-যমুনা ও মেঘনা নদীর পানি হ্রাস পেতে পারে।আগামী ৪৮ ঘণ্টায় গঙ্গা ও পদ্মা নদীর পানি বৃদ্ধি পেতে পারে।পানি উন্নয়ন বোর্ডের ৮৪টি পানি মনিটরিং স্টেশনের মধ্যে ২৬টি স্থানে পানি বৃদ্ধি ও ৫১ স্থানে পানি হ্রাস পেয়েছে। ৬টি স্থানে পানি অপরিবর্তিত রয়েছে এবং একটি স্থানের তথ্য পাওয়া যায়নি।এসএইচএস/আরআই

Advertisement