খেলাধুলা

রান সংগ্রহে এখনো বিদেশিদের দাপট

দুই দিন বিরতির পর আগামী ২৪ নভেম্বর থেকে চট্টগ্রামের মাটিতে শুরু হবে বিপিএলের তৃতীয় পর্ব। এর আগে সিলেটে প্রথম পর্বে আটটি ও দ্বিতীয় পর্বে মিরপুরের শেরেবাংলায় চৌদ্দটি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। প্রথম পর্বের ন্যায় দ্বিতীয় পর্ব শেষেও সর্বাধিক রান সংগ্রাহকের তালিকায় দাপট ধরে রেখেছে বিদেশি খেলোয়াড়রা। শীর্ষ পাঁচের তিনজনই বিদেশি।

Advertisement

দ্বিতীয় পর্ব শেষে রান সংগ্রাহকের তালিকার শীর্ষস্থানে রয়েছেন ঢাকা ডায়নামাইটসের এভিন লুইস। সাত ম্যাচে দুই হাফ সেঞ্চুরিরতে তার সংগ্রহ ২৩৯ রান। দ্বিতীয় অবস্থানে আছেন রংপুর রাইডার্সের ইংলিশ তারকা ব্যাটসম্যান রবি বোপারা। তার সংগ্রহ ২১৯। প্রথম পর্ব শেষে শীর্ষে থাকা সিলেট সিক্সার্সের হয়ে খেলা লঙ্কান ব্যাটসম্যান উপুল থারাঙ্গা আছেন তিনে। ছয় ম্যাচে তার সংগ্রহ ২০৭ রান।

এদিকে প্রথম পর্ব শেষে শীর্ষ দশে ছিলেন একমাত্র দেশি ব্যাটসম্যান মোহাম্মদ মিঠুন। তবে দ্বিতীয় পর্ব শেষে শীর্ষ পাঁচের চার ও পাঁচে অবস্থান করছে ইমরুল কায়েস ও মাহমুদউল্লাহ রিয়াদ। ৬ ম্যাচে কুমিল্লার হয়ে ইমরুলের সংগ্রহ ২০১ রান। আর খুলনার অধিনায়কের সংগ্রহ ১৮৯। ১৬৫ রান করা মিঠুনের বর্তমান অবস্থান সাতে। 

নাম

Advertisement

ম্যাচ

রান

অর্ধশতক

সর্বোচ্চ

Advertisement

এভিন লুইস

 ২৩৯

৬৬

রবি বোপারা

২১৯

৫৪

উপল থারাঙ্গা

২০৭

৬৯

ইমরুল কায়েস

২০১

৪৭

মাহমুদউল্লাহ রিয়াদ

১৮৯

৫৬

এমআর/আরআইপি