সিলেট নগরের কলাপাড়া এলাকায় ফার্মেসিতে চিকিৎসাকালে ফারিহা বেগম নামে দুই মাসের এক শিশুর মৃত্যু হয়েছে। সে কলাপাড়া এলাকার আলমের কলোনীর বাসিন্দা রিকশাচালক বাহার উদ্দিনের মেয়ে।
Advertisement
মঙ্গলবার দুপুর ২টার দিকে স্থানীয় আবু আহমদের ফার্মেসিতে শিশুটির মা অসুস্থ অবস্থায় তাকে নিয়ে যান। সেখানে ফার্মেসির ব্যবসায়ী ও আয়ুর্বেদি হেকিম আবু আহমদ তাকে ইনজেকশন পুশ করেন। এরপর মায়ের কোলেই শিশুটির মৃত্যু হয়।
তাৎক্ষণিক পুলিশকে বিষয়টি জানানো হলে কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল মান্নানের নেতৃত্বে একদল পুলিশ কলাপাড়া এলাকা থেকে হেকিম আবু আহমদকে আটক করে। আবু আহমদ নিজেকে একজন এমবিবিএস ডিগ্রিধারী চিকিৎসক হিসেবে পরিচয় দেন। তার প্রেসক্রিপশনেও বিষয়টি উল্লেখ রয়েছে। কিন্তু খোঁজ নিয়ে জানা গেছে তার কোনো ডিগ্রি নেই।
নিহতের বাবা বাহার উদ্দিন জানান, কয়েকদিন ধরে তার মেয়ে ঠান্ডা, কাশি ও নিউমোনিয়ায় ভুগছিলো। মঙ্গলবার দুপুরে ফারিহার অসুস্থতার মাত্রা বেড়ে যায়।
Advertisement
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিষয়টি নিশ্চিত করেছেন।
ছামির মাহমুদ/এফএ/আইআই