জাতীয়

পদ্মা সেতুর অগ্রগতি ৪৯ শতাংশ

সড়ক পরিহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘প্রথম স্প্যান বসানোর সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছিলেন, আমার জন্য পদ্মা সেতুর কাজ যেন এক দিনও বিলম্বিত না হয়। তারপরই পদ্মা সেতুর প্রথম স্প্যান বসানো হয়। আগামী ৫-১০ দিনে মধ্যে আরো দু’টি স্প্যান বসানো হবে। পর্যায়ক্রমে ৪৮টি স্প্যান বসানো হবে। এরমধ্যে পদ্মা সেতুর সামগ্রিক অগ্রগতি ৪৯ শতাংশ। আমি আজ সেনাবাহিনী ও ইঞ্জিনিয়ারদের সঙ্গে কাজের অগ্রগতি নিয়ে আলোচনা করেছি। তারা জানিয়েছেন ৪৯ পার্সেন্ট অগ্রগতি হয়েছে। আমাদের এপ্রোচ রোড শেষ হয়ে গেছে।’

Advertisement

মঙ্গলবার জাতীয় সংসদে নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে নাভানা আক্তারের সম্পূরক প্রশ্নের জবাবে মন্ত্রী এসব তথ্য জানান।

ওবায়দুল কাদের বলেন, ‘গত মাসে আমরা সাকসেসফুলি পদ্মাসেতুর পিলারের ওপর স্প্যান স্থাপনের ঐতিহাসিক মুহূর্তটি উপভোগ করেছি। নির্ধারিত সময়ে আমরা স্প্যানটি পিলারের ওপর ইনস্টল করতে পেরেছিলাম। প্রধানমন্ত্রী অসুস্থার কারণে সেদিন উপস্থিত থাকতে পারেননি। কিন্তু তার যে প্রজ্ঞা-ইচ্ছা তা সেদিন আরো একবার প্রমাণ হলো। সেদিন মূলত পদ্মাসেতুর কাজ ভিজিবল হয়েছে। আমি প্রধানমন্ত্রীর কাছে বারবার অনুরোধ করেছিলাম, বলেছিলাম আপনি উপস্থিত থাকুন।’

কিন্তু তিনি বলেছিলেন, আমার জন্য পদ্মা সেতুর কাজ যেন এক দিনও বিলম্বিত না হয়। সেদিন প্রথম স্প্যান উঠানো হয়েছে। পর্যায়ক্রমে ৪৮টি স্প্যান যা বসানো হবে।

Advertisement

এইচএস/এসএইচএস/জেআইএম