তথ্যপ্রযুক্তি

রোবটের হাতে মানুষ খুন!

জার্মানিতে বিখ্যাত গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান ভক্সওয়াগনের বাউনটাল প্লান্টে এক কর্মীকে খুন করেছে রোবট। ভক্সওয়াগনের মুখপাত্র হেইকো হিলউইগ জানান, ২৬ জুন একটি স্টেশনারি রোবট সংস্থাপন করছিলেন ২২ বছর বয়সী ওই কর্মী। হঠাৎ রোবটটি তাকে জাপটে ধরে একটি ধাতব পাতের সঙ্গে পিষে ফেলে।তবে কোম্পানি দাবি করছে, এটা কর্মীর ভুলের কারণেই ঘটে থাকতে পারে। কারণ এসব রোবট প্রোগ্রাম করা থাকে। এর বাইরে তারা কিছুই করতে পারে না।রোবট প্রযুক্তির ক্ষেত্রে সবচেয়ে উন্নত দেশ জাপান। এর আগে ১৯৮১ সালে সেখানেই এক প্রকৌশলী মারা গিয়েছিলেন রোবটের হাতে। কাওয়াসাকিতে এক ভারি শিল্পে ত্রুটি সারানোর সময় কেনজি উরাদা নামে ওই ব্যক্তিকে গিয়ার কাটার মেশিনে চেপে ধরে রোবট। ১৯৭১ সালে রোবটের হাতে সর্বপ্রথম খুন হওয়া মানুষটি হলেন রবার্ট উইলিয়ামস। জার্মানির ইতিহাসে রোবটের হাতে তৃতীয় খুন এটা। এ ঘটনায় মামলা করা যায় কিনা তা নিয়ে আইনজীবীরা ভাবছেন। তবে কার বিরুদ্ধে অভিযোগ করবেন সেটা এখনো পরিষ্কার নয়।এসকেডি/এমএস

Advertisement