বিশ্বের প্রতিটি দেশেই এক বা একাধিক জাতীয় উদ্যান রয়েছে। থাইল্যান্ডে জাতীয় উদ্যানের সংখ্যা বিশেরও অধিক। কেননা থাইল্যান্ডের ২২তম জাতীয় উদ্যান হচ্ছে ‘খাওসক জাতীয় উদ্যান’।
Advertisement
থাইল্যান্ডের ২২তম জাতীয় উদ্যান খাওসক প্রতিষ্ঠিত হয় ১৯৮০ সালে। উদ্যানটি ৭৩৯ বর্গ কিলোমিটার এলাকাজুড়ে অবস্থিত। এ উদ্যানে রয়েছে রেইনফরেস্ট, জলপ্রপাত, চুনাপাথরের পাহাড় আর হ্রদ।
জাতীয় উদ্যান হিসেবে নতুন হলেও এলাকাটি কয়েক মিলিয়ন বছর ধরে টিকে আছে এখানে। প্রাকৃতিক সৌন্দর্যের পাশাপাশি এখানে রয়েছে হাজার রকমের গাছ-গাছড়া আর পশু-পাখি।
এসইউ/আরআইপি
Advertisement