স্বাস্থ্য

ঢামেকে শিশু চুরি : ৩ সদস্যের তদন্ত কমিটি

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের নতুন ভবন থেকে শিশু চুরির ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ঢামেক হাসপাতালের উপ-পরিচালক (ফাইন্যান্স) বিদ্যুত কান্তি পালকে প্রধান করে এ তদন্ত কমিটি গঠন করা হয়।

Advertisement

বিষয়টি নিশ্চিত করেছেন ঢামেক হাসপাতালের উপ-পরিচালক ডা. কে এম তারিক। তিনি জাগো নিউজকে বলেন, আগামী তিন কার্যদিবসের মধ্যে কমিটিকে শিশু চুরির ঘটনার তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। কমিটির অপর দুই সদস্য হলেন, উপ-পরিচালক (প্রশাসন) ডা. আবু জাহের ও উপ-পরিচালক (প্রশাসন) ডা. সাইদুজ্জামান।

ডা. কে এম তারিক আরও বলেন, আমরা ঘটনার তথ্য পাওয়ার পর পুলিশকে জানিয়েছে। পুলিশ ঘটনা তদন্ত করছে।

উল্লেখ্য, সোমবার রাত সাড়ে ১২টার পর কে বা কারা মায়ের কোলে ঘুমিয়ে থাকা ৩ মাসের শিশুকে নিয়ে গেছে। চুরি হওয়া শিশু জিমের বাবা মো. জুয়েল জানান, হাসপাতালের (ঢামেক) নতুন ভবনের ৭০১ নম্বর ওয়ার্ডের ৪০ নম্বর বেডে মেয়েকে রেখে বারান্নায় ঘুমিয়ে ছিলেন মা মাজেদা। রাত সাড়ে ১২ টার দিকে সজাগ পেয়ে দেখেন শিশু জিম নেই।

Advertisement

ময়মনসিংহের গফরগাঁওয়ের বাসিন্দা মো. জুয়েল অসুস্থতার কারণে গত ৩১ অক্টোবর থেকে ঢামেক হাসপাতালে ভর্তি রয়েছেন। এরপর থেকে স্ত্রী মাজেদা তার শিশু কন্যা জিমকে নিয়ে হাসপাতালে অবস্থান করছিলেন।

জেইউ/ওআর/জেআইএম