জাতীয়

গাবতলীতে ঘরমুখো মানুষের ভিড় : টিকিট সংকট

আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে আজ শুক্রবার থেকে দেশের উত্তর ও দক্ষিণবঙ্গের বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। বাসের অগ্রিম টিকিট নিতে আসা মানুষের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে রাজধানীর গাবতলী বাস টার্মিনালে। এদিকে অগ্রিম টিকিট বিক্রির প্রথম দিনেই দেখা দিয়েছে টিকিটের সংকট। টিকিট নিতে আসা কয়েকজন যাত্রীর সঙ্গে কথা বলে জানা গেছে, তারা বৃহস্পতিবার রাত ১০টা থেকে টিকিট নেয়ার জন্য অপেক্ষা করছেন।এদিকে, আল-হামরা পরিবহনের কাউন্টার ম্যানেজার রফিকুল ইসলাম জাগো নিউজকে জানান,  সকাল ৯টা নাগাদ আল-হামরাসহ বেশ কয়েকটি পরিবহনের টিকিট বিক্রি শেষ হয়ে গেছে।রেজাউল নামে গাইবান্ধার এক যাত্রী টিকিট কিনতে রাত ৩টায় বাড্ডা এলাকা থেকে সিএনজিতে গাবতলী এসেছেন। দাঁড়িয়েছেন এসআর বাস কাউন্টারের টিকিটের লাইনে।তিনি জাগো নিউজকে বলেন, আমরা দুই ভাই এসেছি। ১৬ তারিখ রাতের জন্য টিকিট দরকার ৬টা। কিন্তু পেয়েছি মাত্র দুইটা। বাকি টিকিট কিভাবে পাবো জানি না।এসআর বাস কাউন্টারের লাইনে টিকিটের জন্য চলছে হাহাকার। দীর্ঘলাইনে দাঁড়িয়েও কাঙ্খিত টিকিট মিলিছে না। আবু রেজুয়ান নামে বিশ্বসাহিত্য কেন্দ্রের এক কর্মকর্তা বলেন, সেহেরী খেয়ে কল্যাণপুর খেকে এসেও ২৬০ জনের পিছনে লাইনে দাঁড়াতে হয়েছে। নিজের সিরিয়াল আসার পর জানতে পারলাম ১৬ তারিখে এসআর পরিবহনে কোনো টিকিট নাই। পরে বাধ্য হয়ে নওগাঁর টিকিট কিনতে হয়েছে।দিনাজপুরের যাত্রী জিয়াদ জানান, টিকিট বিক্রির ক্ষেত্রে স্বজনপ্রীতি লক্ষ্য করা যাচ্ছে। পুলিশ ও বাস কাউন্টারের লোকজনদের সমাদর করে টিকিট দেয়া হচ্ছে। কিন্তু রোদে পুড়ে সাধারণ লোকজন লাইনে দাঁড়িয়ে থাকলেও তারা টিকিট পাচ্ছে না। ফারুক আল মামুন নাকে এক যাত্রীর অভিযোগ, অনেক কষ্টে লাইনের সিরিয়াল মেনে টিকিট চেয়েছি ১৫ তারিখ রাতের। আমাকে টিকিট দেয়া হয়েছে ১৪ তারিখ সকালের। ১৪ তারিখ ও ১৫ তারিখ আমার অফিস ডিউটি রয়েছে। বিষয়টি কাউন্টারে জানানোর পরেও কোনো সমাধান হয়নি।এসআর বাস কাউন্টারের কাউন্টার মাস্টার রফিকুল ইসলাম জানান, কাউন্টারে ও অনলাইনে একযোগে টিকিট বিক্রি করা হচ্ছে। এ কারণে একটু এদিক সেদিক হচ্ছে। তবে বাস কাউন্টারের লোকজন সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে সুষ্ঠুভাবে টিকিট বিক্রির জন্য। তবে তিনি স্বজনপ্রীতির কথা অস্বীকার করেন।জেইউ/এসকেডি/এআরএস/এমএস

Advertisement