হাতে মাত্র একদিন। বৃহস্পতিবার থেকে গ্যাবায় শুরু হচ্ছে অ্যাশেজ সিরিজের প্রথম টেস্ট। এমন সময়ে এসে ঘাড়ে ব্যথা পেয়ে বসেছেন অস্ট্রেলিয়ার ওপেনার ডেভিড ওয়ার্নার। সিরিজকে সামনে রেখে অনুশীলন করার সময়ই চোটে পড়েছেন তিনি। তবে অ্যাশেজ বলে কথা! অজি দলের সহ-অধিনায়ক যে কোনো মূল্যে খেলতে চান।
Advertisement
মঙ্গলবার গ্যাবায় অনুশীলন করার সময় দৌড়ে একটি ক্যাচ নিতে যাচ্ছিলেন ওয়ার্নার। এমন সময়ে ঘাড়ে টান পড়ে তার। সঙ্গে সঙ্গেই মাঠ ছাড়তে হয় মারকুটে এ ওপেনারকে। শুশ্রুষা দেয়া হলেও চোট কতটা গুরুতর, এখনও জানা যায়নি।
নিজের চোট নিয়ে ওয়ার্নার বলেন, আমার ঘাড়টা একদম শক্ত হয়ে আছে। আমি উপরের একটি বল তাড়া করছিলাম, হঠাৎ ঘাড়টা টনটন করে উঠে। আমি আপাতত ফিজিওর চিকিৎসা নিয়েছি। আশা করছি ২৪ কিংবা ৪৮ ঘণ্টার মধ্যে সব ঠিক হয়ে যাবে।'
ব্যথা না কমলে তো নেট অনুশীলনটাও ঠিকমত করতে পারবেন না ওয়ার্নার। তবু ওয়ার্নারের আশা গ্যাবায় প্রথম টেস্টটা খেলতে পারবেন, 'আমি চেষ্টা করব। আগামীকাল (বুধবার) মাঠে নামার চেষ্টা করব। আমার টেকনিক নিয়ে কিছু কাজ করতে হবে। কিছুটা যন্ত্রণা আছে। এমন কখনও হয়নি আমার।'
Advertisement
শেষপর্যন্ত যদি ব্যথাটা না কমে? ৩১ বছর বয়সী এ ব্যাটসম্যান অ্যাশেজ খেলার জন্য যে কোনো কষ্ট মেনে নিতে প্রস্তুত। তিনি বলেন, 'আমি অনুশীলন করতে চাই। মনে হয় না, একটা ঘাড়ে ব্যথা আমাকে ছিটকে ফেলতে পারবে।'
এমএমআর/আইআই