চ্যাম্পিয়ন্স লিগে নকআউট পর্বে পা রাখার লক্ষ্য নিয়েই আজ (মঙ্গলবার) অ্যাপোয়েল নিকোশিয়ার বিপক্ষে মাঠে নামবে রিয়াল। এ ম্যাচে আরো একটি রেকর্ডে নিজেকে ছাড়িয়ে যাবার হাতছানি রোনালদোর সমানে। উইরোপিয়ান ক্লাব প্রতিযোগিতায় এক বছরে (ক্যালেন্ডার বছর) সর্বোচ্চ গোলের রেকর্ড গড়তে আর মাত্র একটি গোল দরকার সিআর সেভেনের।
Advertisement
এর আগে ২০১৫ সালে চ্যাম্পিয়ন্স লিগে ১৬টি গোল করেছিলেন রোনালদো। ২০১৭ সালের গত ১১ মাসে নিজের রেকর্ড স্পর্শ করে ফেলেছেন। এবার পালা নিজেকে ছাড়িয়ে যাওয়ার।
রিয়াল মাদ্রিদের গ্রুপ পর্বের সবশেষ দুইটি ম্যাচে আর মাত্র একটি গোল করতে পারলেই প্রথম ফুটবলার হিসেবে চ্যাম্পিয়ন্স লিগে এক বছরে ১৭ গোলের মালিক হবেন রোনালদো। অ্যাপোয়েলে বিপক্ষে ম্যাচটি খেলে ফেরার পর আগামী ৬ ডিসেম্বর ঘরের মাঠে বরুশিয়া ডর্টমুন্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে গ্রুপ পর্ব শেষ করবে জিদানের শীষ্যরা।
এদিকে চ্যাম্পিয়ন্স লিগের এক মৌসুমে সর্বোচ্চ গোলদাতার রেকর্ডও রোনালদোর দখলে। ২০১৩-১৪ মৌসুমে ১৭ গোল করেছিলেন তিনি। চলতি মৌসুমে এখন পর্যন্ত সবচেয়ে বেশি গোল তারই। ছয় ম্যাচে ছয় গোল। পাঁচ গোল করা টটেনহ্যামের হ্যারি কেন আছেন দ্বিতীয় অবস্থানে।
Advertisement
এমআর/এমএস