দেশজুড়ে

আশুগঞ্জে বালুবাহী নৌকার নিচে চাপা পড়ে ২ শিশুর মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের মেঘনা নদীতে বালুবাহী নৌকার নিচে চাপা পড়ে তানিয়া আক্তার (০৬) ও নুরুল আলম (০৮) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে।  বৃহস্পতিবার বিকেলে উপজেলার সোনারামপুর এলাকায় এই ঘটনা ঘটে।  নিহত তানিয়া উপজেলার সোনারামপুর গ্রামের চাতাল শ্রমিক আছন আলীর মেয়ে ও নুরুল আলম একই এরাকার হাসেম উদ্দিনের ছেলে।পুলিশ ও স্থানীয়রা জানান, বিকাল পৌনে ৪টার দিকে মেঘনা নদীর সোনারামপুর এলাকায় তানিয় ও নুরুল আলমসহ ৫/৬ জন শিশু গোসল করছিল।  এ সময় বেপরোয়াভাবে আসা একটি বালুবাহী নৌকা গোসলরত সব শিশুদের চাপা দেয়।  এতে ঘটনাস্থলেই নুরুল আলম মারা যায়। এ ঘটনায় আহত হয় আরো ৫ শিশু।  আহতদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে আসলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় তানিয়া আক্তারের মৃত্যু হয়।আশুগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু জাফর ঘটনার সত্যতা নিশ্চিত করে জাগো নিউজকে জানান, এ ঘটনায় নৌকার মাঝি বকুল ও বাদলকে আটক করা হয়েছে।আজিজুল আলম সঞ্চয়/এআরএ/আরআইপি

Advertisement