খেলাধুলা

অস্ট্রেলিয়ার কোচ বোল্ট!

আর কিছুদিন পরই শুরু হচ্ছে অ্যাশেজ সিরিজ। ঐতিহ্যবাহী এই টুর্নামেন্টে ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামার আগে প্রস্তুতিতে কোন ঘাটতি রাখতে চাচ্ছে না স্বাগতিক অস্ট্রেলিয়া। এ লড়াইয়ে নামার আগে নিজেদের রানিং বিটুইন দ্য উইকেটের উন্নতি ঘটাতে নতুন কোচের স্বরণাপ্ন হয়েছে অস্ট্রেলিয়া। আর এই নতুন কোচ আর কেউ নন আটবারের অলিম্পিক সোনা জয়ী জ্যামাইকার কিংবদন্তি স্প্রিন্টার উসাইন বোল্ট।

Advertisement

স্মিথ-ওর্নারদের সঙ্গে কাজ করা নিয়ে বোল্ট হেরাল্ড সানকে বলেন, ‘আমি লক্ষ্য করেছি ক্রিকেটাররা যখন রান নেন তখন অনেকেই খুব বেশি গতিতে দৌড়াতে পারেন না। তারা দৌড়ই শুরু করেন দেরিতে। সেটা ঠিক করা গেলে বেশ কাজে লাগবে। আসলে আমি এমন বিষয় নিয়ে কাজ করতে চেয়েছি। সেটা করার সুযোগ পেয়ে ভালো লাগছে।’

অস্ট্রেলীয় ব্যাটসম্যান পিটার হ্যান্ডসকম্ব জানিয়েছেন, ‘বোল্টের পরামর্শ তাদের দারুণ কাজে আসছে, ‘রানিং বিটুইন দ্য উইকেট কিভাবে আরও দ্রুত করা যায়, সে ব্যাপারে বোল্ট আমাদের কিছু পরামর্শ দিচ্ছেন। তিনি বলেছেন, দৌড়ে প্রথম দুই-তিনটি স্টেপ খুবই গুরুত্বপূর্ণ। প্রথম স্টেপগুলো ঠিকভাবে দিতে পারলে দৌড়টা সহজ হয়ে যায়।’

গত আগস্টে লন্ডনে বিশ্ব অ্যাথলেটিকসের পর অবসরে যান ৩১ বছর বয়সী বোল্ট। অবসরের পর ফুটবলে নিজের ক্যারিয়ার গড়ার কথা জানান বোল্ট। এরই মধ্যে জার্মান ফুটবল ক্লাব বরুশিয়া ডর্টমুন্ডের সঙ্গে অনুশীলন করার আমন্ত্রণও পেয়েছেন।

Advertisement

এ নিয়ে বোল্ট বলেন, ‘বরুশিয়ার আমন্ত্রণটা দারুণ। আমি ফুটবল খেলতে চাই। সব সময় ফিট থাকতে চাই। বিশ্ব চ্যাম্পিয়নশিপে হ্যামস্ট্রিংয়ের চোটে পড়েছিলাম। আমার চিকিৎসক আমাকে এরই মধ্যে সবুজ সংকেত দিয়েছেন। এখন আমি অনুশীলন করতেই পারি।’

এমআর/এমএস