জাতীয়

দ্বিতীয় দিনে ফিটনেসবিহীন ৭৬ গাড়ির বিরুদ্ধে মামলা

রাজধানীতে ফিটনেসবিহীন গাড়ির বিরুদ্ধে অভিযানের দ্বিতীয় দিনে সোমবার ৭৬টি মামলার পাশাপাশি দুই লাখ ১৩ হাজার ৯০০ টাকা জরিমানা করেছে মোবাইল কোর্ট। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) কর্তৃক পরিচালিত অভিযানে ৯টি গাড়ির কাগজ জব্দ এবং ৩টি গাড়ি ডাম্পিংও করা হয়।

Advertisement

বংশাল থানা এলাকায় ডিএসসিসির নির্বাহী মেজিস্ট্রেট ইলিয়াস মিয়ার নেতৃত্বে পরিচালিত অভিযানে মামলা ও ৪৭ হাজার ৯০০ টাকা জরিমানা করা হয়। এ ছাড়া ১টি গাড়ির কাগজও জব্দ হয়েছে।

বিআরটিএ-এর নির্বাহী মেজিস্ট্রেট মুনিবুর রহমান নটরডেম কলেজের সামনে এবং দনিয়া কলেজের সামনে হওয়া অভিযানে মাজহারুল ইসলাম নেতৃত্ব দেন। এ ছাড়া ৩২টি মামলা ও ১ লাখ ৩২ হাজার টাকা জরিমান করা হয় শনির আখড়া এলাকায়। এ সময় ৮টি গাড়ির কাগজ জব্দ হয়।

মতিঝিল এলাকায় ১৭টি মামলা ও ৩৪ হাজার টাকা জরিমানা ছাড়াও ২টি গাড়ি ডাম্পিং হয়।

Advertisement

এএস/আরএস