রাঙামাটির কাপ্তাই উপজেলায় বৈদ্যুতিক তারে জড়িয়ে দুই বন্যহাতির মৃত্যু হয়েছে। বুধবার রাতে উপজেলার জীবতলী সেনা জোন সংলগ্ন একটি পাহাড়ে এ ঘটনা ঘটে। বৃহস্পতিবার পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের কর্মকর্তা মো. সালাউদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।জানা যায়, গত কয়েক দিনের প্রবল বর্ষণের ফলে ওই এলাকার বৈদ্যুতিক খুঁটিগুলো উপড়ে পড়ায় তারগুলো মাটিতে ছড়িয়ে ছিটিয়ে পড়ে। আর ওই সব তারে জড়িয়ে গত রাতে দুই বন্যহাতির মৃত্যু হয়।বৃহস্পতিবার বন বিভাগের কর্মকর্তা ও কর্মচারীরা ঘটনাস্থল গিয়ে হাতি দুটির মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্ত শেষে মরদেহ দুটিকে পাশের পাহাড়ে আলাদাভাবে কবর দেন। ওই সময় রাঙ্গামাটি সার্কেলের বনসংরক্ষক মো. সামসুল আজম, দক্ষিণ বন বিভাগের কর্মকর্তা মো. সালাহউদ্দিন, কাপ্তাই রেঞ্জ কর্মকর্তা মো. শাহাজাহান আলীসহ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।এ বিষয়ে বন্যপ্রাণী সংরক্ষণ বিভাগের কর্মকর্তা গোলাম মাওলাকে প্রধান করে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।সুশীল প্রসাদ চাকমা/এআরএ/আরআই
Advertisement