দেশ-বিদেশের ৫৭ জন চিত্রশিল্পীর আঁকা ছবি নিয়ে প্রকৃতি ও জীবন শীর্ষক যৌথ চিত্র প্রদশর্নীর আয়োজন করেছে সিলেট শাহ আলম গ্যালারি অব ফাইন আর্টস।
Advertisement
সোমবার দুপুরে সিলেটের কুমারপাড়াস্থ শাহ আলম গ্যালারি অব ফাইন আর্টসে এ প্রদর্শনীর উদ্বোধন করেন প্রবীণ চিত্রশিল্পী অরবিন্দ দাশগুপ্ত। অনুষ্ঠানে সিলেট নগরীসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা চিত্রশিল্পীরা উপস্থিত ছিলেন।
প্রদর্শনীর আয়োজক গ্যালারির প্রধান নির্বাহী কর্মকর্তা ইসমাইল গনি হিমন জানান, দেশের শিল্পচর্চা মূলত রাজধানী কেন্দ্রীক। এই ধারার ফলে দেশের অন্যান্য জনপদের মানুষের মধ্যে শিল্পের জাগরণ কম। ফলে স্থানীয় শিল্পানুরাগীদের সঙ্গে দেশের অন্যান্য স্থানের শিল্পকর্মীদের পারস্পরিক বুদ্ধিভিত্তিক বিনিময় হচ্ছে না খুব একটা। এই ধারা পরিবর্তনের লক্ষ্যেই আমরা এ প্রদর্শনীর আয়োজন করেছি।
আয়োজকরা জানান, দেশের বিভিন্ন প্রান্ত এবং দেশের বাইরে অবস্থানকারী মোট ৫৭ জন চিত্রশিল্পীর অংশগ্রহণে আয়োজিত এই প্রদর্শনী চলবে ২৬ নভেম্বর পর্যন্ত। প্রদর্শনী চলাকালীন প্রতিদিন বিকেল ৫টা থেকে রাত ৯টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে।
Advertisement
আরএস