বাংলাদেশের স্পিনাররা অপেক্ষাকৃত ভালো এবং নিজেদের মাঠে তাদের রেকর্ডও ভালো। সাম্প্রতিক সময়ে বাংলাদেশের পেসাররাও ভালো করছে। তাই বাংলদেশি বোলারদের দুর্বলতা খুঁজছেন প্রোটিয়ারা।স্পিনে প্রোটিয়াদের ঘায়েল করবে জানিয়েছিলেন বাংলাদেশের কোচ হাতুরেসিংহে। তবে শুধু স্পিনারদের নিয়ে ভাবছেননা তারা। সব দিকেই মনোযোগ দিয়ে বোলারদের দুর্বলতা বের করেবেন বলে জানান দক্ষিণ আফ্রিকার অলরাউন্ডার জেপি ডুমিনি। প্রোটিয়া এই অলরাউন্ডার বলেন, ‘আমাদের সব দিকেই মনোযোগ দিতে হবে। জানি তাদের খুব ভালো স্পিনার আছে। সম্প্রতি তাদের পেসাররাও ভালো করছে। তবে সব বোলারদেরই দুর্বলতা আছে। আমরা সেটা নিয়ে ভাবছি।’বিশ্বকাপ থেকে ভালো খেলতে থাকা বাংলাদেশের বিপক্ষে জয়টা মোটেও সহজ হবেনা বলে জানিয়েছেন ডুমিনি। বাংলাদেশকে হারাতে হলে দক্ষিণ আফ্রিকার সেরা ক্রিকেট খেলতে হবে বলে জানান এই তারকা।বিশ্বকাপেই বাংলাদেশ তাদের উন্নতি দেখিয়েছিল। ইংল্যান্ডকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নেয় টাইগাররা। এরপর পাকিস্তান এবং শক্তিশালী ভারতের বিপক্ষে সিরিজ জিতা আত্মবিশ্বাসী বাংলাদেশকে হালকা ভাবে দেখার কোন জায়গা নেই বলে জানান ডুমিনি। তিনি বলেন, ‘বাংলাদেশ বিশ্বকাপে কোয়ার্টার ফাইনাল খেলেছে। তারা অনেক উন্নতি করেছে। ঘরের মাঠে তারা আর বেশি ভয়ংকর।’বাংলাদেশের বিপক্ষে কঠিন মোকাবেলা হবে মনে করেন ডুমিনি। ওয়াকওভার পাবেন বলে আশা কখনই আশা করেননি। বাংলাদেশ দল অনেক এগিয়েছে বলে মন্তব্য করেন তিনি। এভাবে খেলতে থাকলে বাংলাদেশ অনেক দূর যাবে বলে তার বিশ্বাস।আইপিএল খেলে উপমহাদেশ সম্পর্কে যতই অভিজ্ঞ হোক না কেন নিজেদের সেরাটা না খেলতে পারলে জয়ের সম্ভবনা দেখছেননা প্রোটিয়া এই তারকা। এ সম্পর্কে ডুমিনি বলেন, ‘তারা (বাংলাদেশের খেলোয়াড়রা) আগের চেয়ে অনেক আত্মবিশ্বাসী। তারা বিশ্বাস করে যে কোন দলের সঙ্গে ভালো খেলতে পারবে। তারা যত জিতবে তত আত্মবিশ্বাসী হবে। সাম্প্রতিক সময়ে সিরিজগুলোতে তারা সাফল্য পেয়েছে। তাই আমরা ভাবিনা যে এখানে ওয়াকওভার পাব। তবে আমরাও বিশ্বাস করি আমরা ভালো খেলে এখান থেকে জয় নিয়ে যেতে পারবো। তবে এটা সহজ হবেনা। আমি আশা করি আমরা সেরাটা খেলবো এবং বাংলাদেশকে হারাতে পারবো।’যদিও বাংলাদেশ টি২০তে তেমন ভালো খেলেনা তারপরও তিব্র প্রতিদ্বন্দ্বিতা আশা করছেন ডুমিনি। টি২০ ম্যাচ নিয়ে এই অল রাউন্ডার বলেন, ‘টি২০ তে একটি ওভারেই খেলা বদলে যেতে পারে।’শুক্রবার ফতুল্লার খান সাহেব ওসমানী স্টেডিয়ামে বিসিবি একাদশের সাথে সফরের একমাত্র প্রস্তুতি ম্যাচ খেলবে দক্ষিণ আফ্রিকা। রোববার মিরপুর স্টেডিয়ামে দুই ম্যাচ টি২০ সিরিজের প্রথম ম্যাচ খেলতে মাঠে নামবে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকা।আরটি/এমআর/আরআইপি
Advertisement