খেলাধুলা

জাতীয় দলে ফিরতে ল্যাঙ্গারের অধীনে গম্ভীর

জাতীয় দলে ফিরতে অস্ট্রেলিয়ান জাস্টিন ল্যঙ্গারের শরণাপন্ন হলেন ভারতীয় ব্যাটসম্যান গৌতম গম্ভীর। ভারতীয় দলে ফিরতে মরিয়া গম্ভীর সাত হাজার কিলোমিটার পাড়ি দিয়ে অস্ট্রেলিয়া গেছেন ল্যাঙ্গারের অধীনে প্রশিক্ষণ নিতে। সর্বশেষ ২০১৪ সালের আগস্টে ভারতীয় দলের হয়ে খেলার সুযোগ পাওয়া সাবেক এ ওপেনার এখন পার্থে ল্যাঙ্গারের শ্যোন দৃষ্টির অধীনে থেকে অনুশীলন করছেন।মজার বিষয় হচ্ছে ইংল্যান্ড যাবেন এবং এসেক্সের হয়ে কাউন্টি ক্রিকেট খেলবেন বলে এর আগে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) কাছ থেকে অনুমতি নিয়েছেন গম্ভীর। কিন্তু শেষ পর্যন্ত তিনি গেছেন অস্ট্রেলিয়া।এ সম্পর্কে গম্ভীর বলেন, `সত্যি বলতে কি আমার খেলার উন্নতি ঘটাতে আমি যে কোথাও যেতে পারি, অস্ট্রেলিয়া আসাটাই এখনো সহজ। তারা যেমনটা দেখে তেমনটাই বলে। তাদের মধ্যে কোন জটিলতা নেই ও এখানে ফলদায়ক অনুশীলন করায় এবং যে কারণে শেষ পর্যন্ত আমি এখানে এসেছি।`গম্ভীর আরও বলেন, `ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ায় অনুশীলন সূচি অসাধারণ এবং ল্যাঙ্গার এখানে সকলের প্রিয় প্রধান কোচ। তিনি তার ছাত্রদের জিমন্যাস্টিক এবং আই কন্ডিশন ও ফুটওয়ার্ক উন্নতিতে বাস্তবিক কৌশল শেখান। সেগুলো করে আমিও বেশ আনন্দ পেতাম। এছাড়া বোলিং মেশিনে আমি অনেক বেশি নেট অনুশীলন করছি।`খেলোয়াড় হিসেবে দু’জনই বাঁ-হাতি ব্যাটসম্যান। দুজনের মধ্যেই রয়েছে অনেক মিল। এ নিয়ে গম্ভীর বলেন,`হ্যাঁ, আমি আমার অনেক কিছুই তার (ল্যাঙ্গার) মধ্যে খুঁজে পাই। তার মানসিকতা, ব্যাটিংয়ের প্রতি ভালবাস আমার মতই। আমি তাকের তার কাজের ধরনের জন্য পছন্দ করি এবং প্রকৃতপক্ষে তিনি খুবই সাদাসিধে।`এ দিকে ভারতের ঘরোয়া রনজি ট্রফিতে গত মৌসুমে প্রায় ৬ হাজার রান করে গম্ভীর সঠিক পথেই ছিলেন। কিন্তু জাতীয় দল নির্বাচকদের দৃষ্টি কাড়তে পারেননি। তবেকি এখানে ল্যাঙ্গারের অধীনে কাজ করে আবারো ভারতীয় দলে ফেরা সম্ভব হবে মনে করছেন গম্ভীর?উল্লেখ্য, জুলাইয়ের দ্বিতীয় সপ্তাহ পর্যন্ত ল্যাঙ্গারের অধীনে প্রশিক্ষণ নেবেন গম্ভীর।এমআর/আরআই

Advertisement