আন্তর্জাতিক

খেমাররুজ নেতার আপিল আবেদনের শুনানি শুরু

মানবতাবিরোধী অপরাধের দায়ে গত দুই বছর আগে দেয়া ঐতিহাসিক সাজার বিরুদ্ধে করা কম্বোডিয়ার সাবেক দুই খেমাররুজ নেতার আপিল আবেদনের শুনানি বৃহস্পতিবার শুরু হয়েছে। জাতিসংঘ সমর্থিত আদালতের দেয়া ওই রায়ে তাদের যাবজ্জীবন কারাদণ্ড হয়।‘ব্রাদার নাম্বার টু’ নউন চে (৮৮) ও রাষ্ট্রের সাবেক প্রধান খিউ সাম্পান (৮৩) সরকারের প্রথম দুই শীর্ষ নেতা ছিলেন। কম্বোডিয়ার কমপক্ষে ২০ লাখ লোকের মৃত্যুর জন্য তাদের দায়ী করা হচ্ছে।এদিকে এ দুই নেতার আইনজীবীরা আদালতের রায়কে মিথ্যা ও একপেশে উল্লেখ করে দ্রুত এর বিরুদ্ধে আপিল করে।বৃহস্পতিবার এ দুই নেতার আপিল আবেদনের শুনানির সময় প্রায় ৩শ’ লোক আদালতে উপস্থিত ছিলেন।একে/আরআইপি

Advertisement