খেলাধুলা

হাসান আলীর সঙ্গে মোসাদ্দেকের বাক-বিতণ্ডা

বল হাতে আগুন ঝরাচ্ছিলেন হাসান আলী। শুরুতেই ঢাকা ডাইনামাইটসের দুই ব্যাটসম্যানকে ফিরিয়ে দেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের এ পাকিস্তানি পেসার। তার তৃতীয় শিকার মোসাদ্দেক হোসেন সরাসরি বোল্ড, ইনিংসের ১৬তম ওভারে।

Advertisement

এরপরই ঘটে এক ঘটনা। মোসাদ্দেককে সাজঘরের পথ দেখিয়ে হাত ইশারা করেন হাসান আলী। মোসাদ্দেক তার দিকে তাকালে দ্বিতীয়বার একই কাজ করেন, চোখে আগুনে দৃষ্টি নিয়ে ইশারা করেন-যাও, বেরিয়ে যাও মাঠ থেকে।

মোসাদ্দেক মেজাজ ধরে রাখতে পারেননি। দাঁড়িয়ে পড়েন সঙ্গে সঙ্গে। দুই একটা কটু বাক্য বিনিময়ও হয় তাদের। পরিস্থিতি ঝামেলার দিকে গড়ানোর আগেই দৌড়ে আসেন কুমিল্লা অধিনায়ক তামিম ইকবাল। বলতে গেলে একপ্রকার ঠেলেই মোসাদ্দেককে মাঠ থেকে বাইরের দিকে নিয়ে যান তিনি। অগ্রজের হস্তক্ষেপে মীমাংসা হয় সমস্যাটির।

তবে তামিমের কাছেও অভিযোগের ভঙ্গিতে কিছু বলতে দেখা গেছে মোসাদ্দেককে। তামিমও কি যেন বুঝাচ্ছিলেন তরুণ এ ব্যাটসম্যানকে। হয়তো বলছিলেন-মাঠে এমন হয়ই। মাথা গরম করো না ছোট ভাই!

Advertisement

এমএমআর/জেআইএম