খেলাধুলা

ব্যাটে বলে সমান অবদান রাখতে চান ডুমিনি

আসন্ন বাংলাদেশ সিরিজে ব্যাট এবং বল দুটোতেই সমান অবদান রাখতেন চান দক্ষিণ আফ্রিকার অন্যতম সেরা খেলোয়াড় জেপি ডুমিনি। স্পিনে দক্ষিণ আফ্রিকার অনেক তারকার চেয়ে তুলনামুলক ভালো খেলেন তিনি। এছাড়া নিজেও একজন স্পিনার। অস্ট্রেলিয়া বিশ্বকাপে হ্যাট্রিক করার গৌরবও আছে তার।কিন্তু উদারমনা ডুমিনিকে সাংবাদিকরা স্পিনের বিপক্ষে দক্ষিণ আফ্রিকার অন্যতম সেরা ব্যাটসম্যান বললে হেসে ফেলে তিনি বলেন, `প্রশংসা করার জন্য ধন্যবাদ। আমি এটা জানতাম না।`আগে উপমহাদেশের স্পিনে নিজের কিছুটা দুর্বলতা থাকলেও আইপিএল এ খেলে তাদের অধিকাংশ খেলোয়াড় এ দুর্বলতা কাটিয়ে উঠেছে। তবে এই সিরিজকে তিনি দেখছেন তাদের দলের খেলোয়াড়দের স্পিনে ভালো খেলার সুযোগ হিসাবে।স্পিনে তাদের ব্যাটসম্যানরা ভালো খেলবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি বলেন, `দক্ষিণ আফ্রিকার সবাই অনেক দিন থেকেই খেলছে, আর সবাইকে স্পিনেও ভালো খেলতে হবে। বিশেষ করে ওয়ানডে ক্রিকেটের মাঝের ওভার গুলোতে। আশাকরি ম্যাচ পরিকল্পনা অনুসারে সবাই তা করবে।`স্পিনে দক্ষিণ আফ্রিকার অন্যতম ভরসা পাকিস্তানী বংশোদ্ভূত ইমরান তাহির। তবে ডুমিনির স্পিনও বাংলাদেশের পিচে অনেকটাই কার্যকরী হতে পারে। বিশেষকরে আইপিএল খেলার কারণে। ব্যাটের পাশাপাশি অধিনায়কের বিকল্প বোলার হিসাবে নিজেকে তৈরি রেখেছেন ডুমিনি। এ সম্পর্কে তিনি বলেন, `আমি সবসময় নিশ্চিত করি ব্যাট এবং বল দুটোতেই ভালো করতে। অনেক বছর ধরেই আমি বিভিন্ন পরিবেশে খেলে যাচ্ছি, বিশেষকরে আইপিএল খেলার অভিজ্ঞতা এখানে কাজে দিবে। যে কোন সময় আমি বল হাতে তুলে নিব। অধিনায়কের হাতে বিকল্প বোলার হিসাবে সাহায্য করার জন্য সবসময় তৈরি আছি।`শুক্রবার ফতুল্লার খান সাহেব ওসমানী স্টেডিয়ামে বিসিবি একাদশের সাথে সফরের একমাত্র প্রস্তুতি ম্যাচ খেলবে দক্ষিণ আফ্রিকা। রোববার মিরপুর স্টেডিয়ামে দুই ম্যাচ টি২০ সিরিজের প্রথম ম্যাচ খেলতে নামবে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকা।আরটি/এমআর/আরআই

Advertisement