সিরি’আ লিগ চ্যাম্পিয়ন জুভেন্টাসকে রীতিমত কাঁদিয়ে ছাড়ল অপেক্ষাকৃত খর্বশক্তির দল সাম্পদোরিয়া। নিজেদের ঘরের মাঠে প্রথমে তিন গোলে এগিয়ে গিয়েছিল তারা। পরে গঞ্জালো হিগুয়েন আর পাওলো দিবালার গোল করলেও ৩-২ ব্যবধানে হেরেই মাঠ ছেড়েছে টানা ছয়বারের চ্যাম্পিয়নরা।
Advertisement
সিরিআ’য় খুব ভালো ছন্দেই ছিল জুভেন্টাস। টানা চার ম্যাচে জয় নিয়ে সাম্পদোরিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল তারা। ম্যাচে প্রাধান্য বিস্তার করেই খেলেছে জুভরা। কিন্তু ভুরি ভুরি সুযোগ নষ্ট করায় তাদের পেয়ে বসে সাম্পদোরিয়া।
অনেকগুলো সহজ সুযোগ নষ্ট করে জুভেন্টাস। উপুর্যপরি আক্রমণ শানিয়েও তাই প্রথমার্ধে গোলের দেখা পায়নি তারা। উল্টো দ্বিতীয়ার্ধের ৫২তম মিনিটে এসে কলম্বিয়ার ফরোয়ার্ড দুভান সাপাতার কোনাকুনি হেডে এগিয়ে যায় সাম্পদোরিয়া।
ম্যাচে নিয়ন্ত্রন নিতে না পারায় ৬২তম মিনিটে ফেদেরিকো বের্নাদেসচিকে বসিয়ে পাওলো দিবালাকে নামান কোচ মাস্সিমিলিয়ানো আলেগ্রি। কিন্তু আট মিনিটের ব্যবধানে আরও দুই গোল করে জুভদের কোনঠাসা করে ফেলে সাম্পদোরিয়া। ৭১তম মিনিটে লুকাস তোররেইরা ব্যবধান দ্বিগুণ করার পর জান মার্কো ফেররারি ৩-০ করে ফেলেন।
Advertisement
হার নিশ্চিত হয়ে যাওয়ার পর শেষ সময়ে এসে একটি পেনাল্টি পায় জুভেন্টাস। আর্জেন্টাইন স্ট্রাইকার গুঞ্জালো হিগুয়েন গোল করেন তাতে। পরে যোগ করা সময়ে আরেক আর্জেন্টাইন পাওলো দিবালা গোল করলে পরাজয়ের ব্যবধান কিছুটা কমাতে পারে জুভেন্টাস।
এমএমআর/এমএস