আন্তর্জাতিক

মরক্কোয় পদদলিত হয়ে নিহত ১৫

মরক্কোতে খাবার বিতরণের সময় পদদলিত হয়ে কমপক্ষে ১৫ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরো বেশ কয়েকজন। এসায়িরা প্রদেশের সিডি বৌলালাম শহরে এই ঘটনা ঘটেছে। খবর বিবিসি।

Advertisement

বেসরকারি একটি দাতব্য সংস্থার খাবার বিতরণে ওই দুর্ঘটনা ঘটে। সেখানে ৪০ জন পদদলিত হয়ে আহত হয়েছে বলে খবর পাওয়া গেছে। স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, হতাহতদের অধিকাংশই নারী এবং বয়স্ক লোকজন।

গণমাধ্যমের ছবিতে বেশ কয়েকজন নারীর মৃতদেহ মাটিতে পড়ে থাকতে দেখা গেছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, এ বছরের বার্ষিক খাদ্য বিতরণ অনুষ্ঠানে আগের চেয়ে অনেক বেশি লোক জড়ো হয়েছে। প্রায় ৮ হাজার বাসিন্দা সিদি বৌলাম মার্কেটের কাছে জড়ো হয়েছিলেন।

তারা সীমানা ভেঙে ভেতরে ঢোকার চেষ্টা করে। ফলে হুরোহুরির মধ্যে বেশ কয়েকজন পদদলিত হয়ে হতাহত হয়েছে। আহতদের মারাকেসের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Advertisement

মরক্কোর স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, বাদশাহ মোহাম্মদ হতাহতদের সহায়তায় স্থানীয় কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন। তিনি ব্যক্তিগতভাবেই সবার চিকিৎসা এবং শেষকৃত্যের খরচ বহন করবেন বলেও জানানো হয়েছে।

টিটিএন/জেআইএম