আন্তর্জাতিক

সেলফি যেন ‘কিলফি’ না হয়

ভারতের কর্ণটাক রাজ্যে কর্তৃপক্ষ সেলফি তোলার বিপদ সম্পর্কে লোকজনকে সতর্ক করতে এক প্রচারাভিযান চালাচ্ছে। সম্প্রতি সেলফি তুলতে গিয়ে চারজন ছাত্রের মৃত্যুর পর তারা এই উদ্যোগ নিয়েছে।

Advertisement

সেপ্টেম্বর মাসে ২০-২৫ জন কলেজ ছাত্র বেঙ্গালুরু শহরের ৩০ কি. মি দূরের রামাগোন্ডলুতে একটি হনুমান মন্দিরে বেড়াতে যায়।

দুপুরে তারা মন্দিরের পুকুরে গোসল করতে নামে। সেখানে তারা আনন্দ-উল্লাস করছিল, সেলফি তুলছিল বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দা মঞ্জুনাথ। সেই সময়ই ছাত্রদের একজন সেই ১৫ ফুট গভীর পুকুরে ডুবে মারা যায়।

তাদের তোলা সেলফিগুলোর একটিতে দেখা গেছে, ছেলেদের সবাই তাকিয়ে আছে ক্যামেরার দিকে, আর তাদের ঠিক পেছনেই ডুবন্ত ছেলেটির মাথা দেখা যাচ্ছে পুকুরের পানিতে। কিন্তু কেউ সে দিকে খেয়ালই করছে না ।

Advertisement

ঘন্টাখানেক পর বাকিদের খেয়াল হয় যে তাদের মধ্যে একজন নিখোঁজ রয়েছে। আরো প্রায় দু’ঘন্টা পর পুলিশ ও স্থানীয় লোকজন এসে তার মৃতদেহ পুকুর থেকে ওঠায়।

কয়েক সপ্তাহ পরই আরেকটি দুঃখজনক ঘটনা ঘটে ওই মন্দির থেকে কিছু দূরে। রেললাইনের ওপর শুয়ে সেলফি তুলতে গিয়ে ট্রেনে চাপা পড়ে মারা যায় তিন তরুণ।

স্থানীয় লোকেরা জানান, পুরো জায়গাটি জুড়ে তাদের ছিন্নভিন্ন দেহের বিভিন্ন অংশ ছড়িয়ে ছিল। সম্ভবত তারা রেললাইনের ওপর শুয়ে থাকার জন্যেই দেখতে পায় নি যে ট্রেন আসছে।

এ দু’টি ঘটনার পর বিশেষ করে তরুণরা সেলফি তুলতে গিয়ে কি বিপদ হতে পারে সে ব্যাপারে সচেতন করার উদ্যোগ নিয়েছে কর্ণটাক সরকার।

Advertisement

তারা বলছেন, বিপজ্জনক জায়গায় সেলফি তুলতে গেলে তা কিলফিতে পরিণত হতে পারে। এজন্য তারা বিভিন্ন টুরিস্ট স্পটে নতুন নতুন সাইনবোর্ড লাগাচ্ছেন। সামাজিক মাধ্যমেও তারা প্রচারণা চালাচ্ছেন।

ভারতে ১১০ কোটিরও বেশি মানুষ মোবাইল ফোন গ্রাহক। স্মার্টফোন ব্যবহার করে ৩০ কোটি মানুষ। বিশেষজ্ঞরা বলছেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে আসক্ত তরুণরা সেলফি তোলার জন্য বেপরোয়া হয়ে নানা রকম ঝুঁকি নেয়।

সাম্প্রতিক একটি জরিপে দেখা গেছে, পৃথিবীর অন্য যে কোন দেশের চাইতে ভারতে সেলফি তুলতে গিয়ে মৃত্যুর ঘটনা সবচেয়ে বেশি ঘটে থাকে।

এই জরিপে দেখা যায় ২০১৪ সালের মার্চ থেকে ২০১৬ সালের সেপ্টেম্বর পর্যন্ত সেলফি তুলতে গিয়ে সারা বিশ্বে মৃত্যু ঘটেছে ১২৭ জনের। এর মধ্যে ভারতেই ঘটেছে ৭৬টি আর এদের অধিকাংশই তরুণ।

সেলফি তুলতে গিয়ে এসব মৃত্যু হয়েছে ট্রেনে কাটা পড়ে, উঁচু জায়গা থেকে পড়ে গিয়ে, পানিতে ডুবে বা সমুদ্রে ভেসে গিয়ে।

উত্তর ভারতের মোরাদাবাদ শহরে এ বছরের জুনে পুলিশ হুঁশিয়ারি দেয় যে রেললাইন বা ফ্লাইওভারের ওপর বা বাসের ওপর বসে কেউ সেলফি তুলতে গেলে তাকে জেলে পাঠানো হবে।

মুম্বাই শহরে গত বছর সেলফি তুলতে গিয়ে ১৮ বছরের এক তরুণী সমুদ্রে ডুবে মারা যায়। এর পর সেখানকার ট্যুরিস্ট স্থানে ‘নো সেলফি’ সাইনবোর্ড লাগানো হয়।

অবশ্য কর্মকর্তারা স্বীকার করেছেন যে, সেলফি তুলতে গিয়ে বিপদ যে কোনো জায়গাতেই হতে পারে তাই কোন জায়গাকে নো সেলফি জোন করা হবে তা ঠিক করা কঠিন।

টিটিএন/জেআইএম