আসছে ঈদে সিডি চয়েসের ব্যানারে প্রকাশিত হতে যাচ্ছে জনপ্রিয় কণ্ঠশিল্পী তৌসিফের অষ্টম একক অ্যালবাম ‘আয়োজন’। অ্যালবামটি প্রকাশিত হচ্ছে মিউজিক ভিডিওসহ।সিডি আকারে অ্যালবাম প্রকাশের পাশাপাশি গ্রমীণফোন থেকেও ডিজিটাল ফরম্যাটে অ্যালবামটি প্রকাশ করা হবে। এর ফলে অ্যালবাম প্রকাশের সঙ্গে সঙ্গেই গ্রামীণফোন থেকে গানগুলো কিনে শুনতে পারবে তৌসিফ ভক্তরা।সম্প্রতি এ উপলক্ষে গ্রামীণফোন এবং তৌসিফের মধ্যে এক চুক্তি স্বাক্ষরিত হয়। তৌসিফের সঙ্গে এসময় সেখানে উপস্থিত ছিলেন সিডি চয়েসের কর্ণধার মো. জহিরুল ইসলাম সোহেল, গ্রামীণফোনের ভি এস এ ও ডিজিটাল সার্ভিসের প্রধান মুনতাসির মামুন, ভি এস এ ও ডিজিটাল সার্ভিসের ডিজি এম শিবলি সাদিক, ভি এস এ ও ডিজিটাল সার্ভিসের ম্যানেজার রাগিবুল হক এবং গ্রাহক সেবার রিফাত ইসলাম প্রমুখ।এ প্রসঙ্গে তৌসিফ জাগো নিউজকে বলেন, ‘আজকাল শ্রোতারা অ্যালবাম কিনে গান শুনেন না। তারা ফোনেই গান শুনতে স্বাচ্ছ্যন্দবোধ করেন। তাই শিল্পীরাও এখন ডিজিটাললি অ্যালবাম প্রকাশের দিকে ঝুঁকছে। তাছাড়া এখন প্রযুক্তিকে কোনোভাবেই অস্বীকার করা যাবে না। প্রযুক্তিকে ব্যবহার করেই গান এমনভাবে প্রকাশ করতে হবে যেন শ্রোতাদের কাছে গান সহজে পৌঁছাতে পারে এবং তা থেকে শিল্পীও লাভবান হয়। গ্রামীণফোনকে ধন্যবাদ আমার অ্যালবামটি ডিজিটাল ফরম্যাটে প্রকাশ করার জন্য।’উল্লেখ্য, এই অ্যালবামে মোট পাঁচটি গান রয়েছে। গানগুলো লিখেছেন- শেখ সুমন এমমদাদ, ওমর ফারুক এবং তৌসিফ নিজে। অ্যালবামে থাকছে তৌসিফর কণ্ঠে ব্যাপক জনপ্রিয় হওয়া ‘বৃষ্টি ঝরে যায়’ এবং ‘দূরে কোথাও’ গান দুটির সিক্যুয়াল। এই দুটি গানের মিউজিক ভিডিওতে তৌসিফের সঙ্গে মডেল হিসেবে দেখা যাবে তার স্ত্রী নিপাকে।এলএ
Advertisement