দেশজুড়ে

প্রধানমন্ত্রীর মামলার বিপক্ষে অবস্থান নেওয়া ২ আইনজীবী প্রত্যাহার

প্রধানমন্ত্রী শেখ হাসিনার গাড়ি বহরে হামলায় ঘটনায় অস্ত্র ও বিস্ফোরক আইনে মামলার বিপক্ষে অবস্থান নেওয়া সরকারি দুই কৌশুলিকে বুধবার প্রত্যাহার করা হয়েছে। জর্জ কোর্টের সরকারি কৌশুলি (পিপি) অ্যাড. ওসমান গণি তাদের প্রত্যাহার করেন। ফলে বুধবার তারা সরকারের পক্ষে কোন মামলার শুনানিতে অংশ নিতে পারিনি।সূত্র জানায়, বুধবার কলারোয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার গাড়ি বহরে হামলা ঘটনায় অস্ত্র ও বিস্ফোরক দ্রব্য আইনের দুটি মামলার চার্জ গঠনের দিন ছিলো। বেলা পৌণে ১২টায় কলারোয়া পৌরসভার সদ্য বরখাস্ত হওয়া মেয়র ও যুবদল নেতা আক্তারুল ইসলাম, উপজেলা যুবদলের যুগ্ম-সম্পাদক রকিবুল ইসলাম, তুলসিডাঙ্গা গ্রামের আলতাফ হোসেন ও গদখালি গ্রামের মফিজুল ইসলাম আত্মসমার্পণ করেন। আসামিদের জামিন শুনানিতে অংশগ্রহণ করেন কালিগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি অ্যাড. আব্দুস সাত্তার, জর্জ কোর্টের এপিপি অ্যাড. প্রসাদ কুমার সরকার ও অ্যাড. জিল্লুর রহমান প্রমুখ। এ ঘটনায় আদালত পাড়ায় তীব্র ক্ষোভের সৃষ্টি হয়।এ বিষয়ে জর্জ কোর্টের সরকারি কৌশুলি (পিপি) অ্যাড. ওসমান গণি জানান, সরকারি দুই আইনজীবী অ্যাড. প্রসাদ কুমার ও অ্যাড. জিল্লুর রহমান প্রধানমন্ত্রীর মামলায় বিরোধিতা করায় তাদের সরকারি মামলার শুনানি থেকে প্রত্যাহার করা হয়েছে। তাদের স্থায়ীভাবে প্রত্যাহার করার জন্য আইন মন্ত্রণালয়ে বৃহস্পতিবার চিঠি পাঠানো হয়েছে। তাদের বিষয়ে মন্ত্রণালয় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।এসএস/আরআই

Advertisement