দেশজুড়ে

লালমনিরহাটে বন্যায় পানি ও খাবারের তীব্র সংকট

লালমনিরহাটে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও এখনো হাজার পরিবার পানিবন্দী হয়ে রয়েছেন। পানিবন্দী এসব পরিবারের মাঝে বিশুদ্ধ পানি ও খাবারের তীব্র সংকট দেখা দিয়েছে। এখন পর্যন্ত তাদের মাঝে কোন ত্রাণ পৌঁছায়নি।এদিকে, তিস্তা ব্যারেজ দোয়ানী পয়েন্টে বিপদ সীমার ১০ সে.মি উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে বলে জানান পাউবো কর্তৃপক্ষ।এসব এলাকার হাজারও মানুষ পানিবন্দী থাকার পাশাপাশি জেলায় কয়েক হাজার একর আমন ধানের ক্ষেতসহ অনেক ফসলি জমি তিস্তার পানিতে ডুবে গেছে। চর এলাকাগুলোর যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়েছে। এসব এলাকায় বিশুদ্ধ পানি ও খাবার তীব্র সংকট দেখা দিয়েছে।হাতীবান্ধা উপজেলার চর ধুবনী এলাকার আবু কাশেম, পাটিকাপাড়ার সুফিয়াসহ অনেক পানি বন্দী পরিবার জানান, আমরা ২ দিন ধরে পানি বন্দী অবস্থায় আছি। এখন পর্যন্ত কোন শুকনো খবার ও ত্রাণ পাইনি।এ ব্যাপারে পাটিকাপাড়া ইউনিয়ন চেয়ারম্যান সফিয়ার রহমান জাগো নিউজকে জানান, পাটিকাপাড়া ইউনিয়নে প্রায় ৩ হাজার পরিবার ২ দিন ধরে পানি বন্দী অবস্থায় রয়েছেন। এখন পর্যন্ত  কোন সরকারী এাণ বরাদ্দ পায়নি।হাতীবান্ধা উপজেলা প্রকল্প বাস্তাবায়ন কর্মকর্তা ফৌরদোস আলম জাগো নিউজকে জানান, পানি বন্দী পরিবারগুলোর মাঝে শুকনো চিড়া ও ১০ কেজি করে চাউল বিতরণ করা হয়েছে। ত্রাণের জন্য জেলা প্রশাসকের কাছে আবেদন জানান হয়েছে।রবিউল হাসান/এসএস/আরআই

Advertisement