ঢাকা সাব-এডিটরস কাউন্সিলের (ডিএসইসি) সদস্য ও দৈনিক দিনকালের সিনিয়র সাব-এডিটর মোস্তাক এলাহী বাদশার চিকিৎসা সহায়তায় এগিয়ে এসেছে সাংবাদিক কল্যাণ ট্রাস্ট। বৃহস্পতিবার সকাল ৯টায় রাজধানীর মহাখালী মেট্রোপলিটন হাসপাতালে চিকিৎসাধীন বাদশার সহধর্মীনির হাতে এক লাখ টাকার চেক তুলে দিয়েছেন তথ্যসচিব মরতুজা আহমদ।এ সময় তার সঙ্গে ছিলেন সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক ও বাংলাদেশ প্রেস ইনস্টিটিউট এর মহাপরিচালক শাহ আলমগীর, ঢাকা সাব-এডিটরস কাউন্সিলের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, সাংবাদিক এম এ সালাম শান্ত, বুলবুল জয় প্রমুখ।মস্তিষ্কে রক্তক্ষরণজণিত কারণে দৈনিক দিনকালের সিনিয়র সহ-সম্পাদক মোস্তাক এলাহী বাদশা (৪৪) রাজধানীর মহাখালী মেট্রোপলিটন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। রাজধানীর মহাখালীর ওয়ারলেস গেট এলাকার নিজ বাড়িতে রোববার রাতে অসুস্থ হন তিনি। এরপর তাকে হাসপাতালে ভর্তি করা হয়।সোমবার রাত ১০টা থেকে ১টা পর্যন্ত তার মাথায় একটি অপারেশন করা হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত তার জ্ঞান ফেরেনি। তাকে পুরোপুরি সুস্থ করে তুলতে উন্নত চিকিৎসার প্রয়োজন।ঢাকা সাব-এডিটরস কাউন্সিলের সদ্য নির্বাচিত সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ গুরুতর অসুস্থ হয়ে মৃত্যুর সঙ্গে লড়াই করা বাদশার চিকিৎসায় সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছিলেন। তাকে পুরোপুরি সুস্থ করে তুলতে অনেক টাকার প্রয়োজন।বাদশা ঢাকা সাব-এডিটরস কাউন্সিল ও জাতীয় প্রেস ক্লাবের সদস্য। বাদশাহর গ্রামের বাড়ি লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায়। তিনি উপজেলার সমাজ সেবক মরহুম ইব্রাহীম সরকারের ছেলে।এসএইচএস/আরআই
Advertisement