দেশজুড়ে

জয়পুরহাটে দেড় বিঘা জমির কলা গাছ কর্তন

জয়পুরহাট সদর উপজেলার মাধবপাড়া গ্রামে শাহজাহান আলী নামের এক কৃষকের দেড় বিঘা জমির কলা গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা। বুধবার রাতে ওই জমির সাড়ে ৪’শ কলা গাছ কেটে নষ্ট করা ছাড়াও দুর্বৃত্তরা ২ শতাধিক কাদি কলা চুরি করে নিয়ে গেছে বলেও অভিযোগ পাওয়া গেছে । ক্ষতিগ্রস্থ কৃষক শাহজাহান জানান, কলাক্ষেত থেকে প্রতিবেশীরাসহ কয়েকজন বখাটে প্রায় কলা পাতা কেটে নিয়ে যেত। এতে কলাক্ষেতের ক্ষতি হওয়ার আশঙ্কা থাকে বলে তাদের কলা পাতা না কাটার জন্য অনুরোধ করি। এ নিয়ে ৪ দিন আগে এলাকার কয়েকজন বখাটের সাথে কথা কাটাকাটি হয়। এরই জের ধরে গত রাতে তার কলা ক্ষেতের এই ক্ষয়ক্ষতি ছাড়াও দুর্বৃত্তরা ২ শতাধিক কাদি কলা চুরি করে নিয়ে গেছে। একই গ্রামের আব্দুল কুদ্দুস, মজিবর, আজিমুদ্দিনসহ এলাকাবাসীরা জানান, দুর্বৃত্তরা কলা চুরি করাসহ কলা গাছ কেটে ফেলায় কলা চাষী শাহজাহানের প্রায় ৩ লাখ টাকার ক্ষতি হয়েছে। এতে আগামী ৩ বছরেও তিনি এ ক্ষতি কাটিয়ে উঠতে পারবেন না বলে এলাকাবাসীরা জানিয়েছেন।জয়পুরহাট সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, এ ব্যাপারে একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। অভিযুক্তরা দোষী প্রমানিত হলে মামলাটি রেকর্ড করাসহ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।এসএস/আরআইপি

Advertisement