নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলায় বাসে গামের্ন্টস শ্রমিককে গণধর্ষণের ঘটনায় এজাহারভুক্ত আসামি জসিমউদ্দিনকে (৩৮) গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে উপজেলার মহজমপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত জসিমউদ্দিন নোয়াগাঁও ইউনিয়নের চর কামালন্দি গ্রামের মৃত তারা মিয়ার ছেলে। ঘটনার পর থেকে তিনি পলাতক ছিলেন।সোনারগাঁ থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) হারুনুর রশিদ জাগো নিউজকে জানান, জসিম মামলার এজাহারভুক্ত আসামি। গণধর্ষণের ঘটনায় এর আগে ২৭ মে মূল হোতা বাস চালক চান্দু মিয়াকে গ্রেফতার করা হয়। ঘটনার পরে গ্রেফতার হয়েছিলেন চালকের সহকারী রুবেল।জানা গেছে, সোনারগাঁ উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের চরকামালদি এলাকার বালুর মাঠে গত ১১ মে রাতে আড়াইহাজার উপজেলার ‘ফকির ফ্যাশন’ গার্মেন্টের শ্রমিকরা যাত্রীবাহী বাসযোগে ফিরছিলেন। এসময় পথে অন্য শ্রমিকরা তাদের গন্তব্যে নেমে যাওয়ার পর বাসের চালক, হেলপার ও তার দুই সহযোগী মিলে এক নারী শ্রমিককে জোরপূর্বক গণধর্ষণ করেন। পরে ওই নারী শ্রমিককে অচেতন অবস্থায় রাস্তার পাশে ফেলে চলে যান ধর্ষকরা।এ ঘটনায় ধর্ষণের শিকার নারী শ্রমিকের বাবা বাদী হয়ে সোনারগাঁ থানায় বাস চালক চান্দু মিয়াসহ ৪ জনের নামে মামলা দায়ের করেন। ঘটনার পরদিন পুলিশ বাসের সহকারী রুবেলসহ বাসটি আটক করেন। গত ১৩ মে আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দী দেন সহকারী রুবেল। পরে ২৭ মে ঢাকা থেকে গ্রেফতারের পর ২৮ মে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দী দেন গাড়ি চালক চান্দু মিয়া।মো.শাহাদাৎ হোসেন/এমজেড/আরআই
Advertisement