দেশজুড়ে

পিরোজপুরে হাঁটার রাস্তাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত ৬

পিরোজপুরের জিয়ানগর উপজেলায় বাড়ির উপরের হাঁটার রাস্তা নিয়ে বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় ৬ জন আহত হয়েছেন। মঙ্গলবার রাতে উপজেলার পত্তাশী গ্রামে এ ঘটনাটি ঘটে। এদের মধ্যে গুরুতর আহত ৪ জনকে পিরোজপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে ।গুরুতর আহতরা হলেন, পত্তাশী এলাকার মৃত. হামেদ উদ্দিন হাওলাদরের ছেলে মো. হারুন হাওলাদার, তার স্ত্রী বিউটি বেগম, ছেলে মো. আল-আমিন হাওলাদার এবং শ্যালক মো. মনির মীর।হামলায় আহত হারুন হাওলাদার জাগো নিউজকে জানান, তাদের বাড়ির উপরের হাঁটার রাস্তা নিয়ে কয়েকদিন ধরে তার চাচা শ্বশুর লুৎফর মীরের সঙ্গে বিরোধ চলে আসছিল। এর জের ধরে মঙ্গলবার রাতে তার চাচা শ্বশুর লুৎফর মীর, ভাই ফারুখ মীর, লুৎফর মীরের স্ত্রী তাসলীমা বেগম ও ছেলে আল-আমীন মীর তাদের উপর হামলা চালান। এতে করে তারা আহত হন। পরে  স্থানীয়রা তাদের উদ্ধার করে পিরোজপুর সদর হাসপাতালে ভর্তি করেন।ইন্দুরকানী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুল হক জাগো নিউজকে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েছিল। তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।হাসান মামুন/এমজেড/আরআই

Advertisement