দুই দিন বিরতির পর দশম জাতীয় সংসদের ১৮তম অধিবেশন আবার বসছে আজ (রোববার)। বিকেল ৪টায় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদের বৈঠক শুরু হবে।
Advertisement
গত ১২ নভেম্বর সংসদের চলতি অধিবেশন শুরু হয়। এরপর বৃহস্পতিবার বৈঠক রোববার বিকেল ৪টা পর্যন্ত মুলতবি করা হয়। আগামী ২৩ নভেম্বর (বৃহস্পতিবার) পর্যন্ত চলার কথা রয়েছে এ অধিবেশন। তবে স্পিকার এ সিদ্ধান্ত পরিরর্তন করতে পারেন।
সংশ্লিষ্টরা জানান, সাংবিধানিক বাধ্যবাধকতা থেকেই জাতীয় সংসদের চলতি অধিবেশন আহ্বান করা হয়েছে। একটি অধিবেশন শেষ হওয়ার পর ৬০ দিনের মধ্যে আরেকটি অধিবেশন আহ্বান করার বাধ্যবাধকতা রয়েছে। এর আগে গত ১৪ সেপ্টেম্বর সংসদের ১৭তম অধিবেশন শেষ হয়। ওই অধিবেশনের কার্যদিবস ছিল মাত্র ৫ দিন।
আসছে জানুয়ারি মাসে বছরের প্রথম অধিবেশন শুরু হবে। সংবিধান অনুযায়ী ওই অধিবেশনে রাষ্ট্রপতি ভাষণ দেবেন। এরপর রাষ্ট্রপতির ভাষণের ওপর আলোচনা হবে। এজন্য ওই অধিবেশন দীর্ঘ হয়ে থাকে।
Advertisement
এইচএস/এমএমজেড/এমএস