বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ ইউনেস্কো কর্তৃক ‘ওয়ার্ল্ড ডকুমেন্টারি হেরিটেজ’ হিসেবে স্বীকৃতি পাওয়ায় আনন্দ শোভাযাত্রা করবে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি)।
Advertisement
আগামী ২৫ নভেম্বর আনন্দ শোভাযাত্রাসহ নানা অনুষ্ঠানের মাধ্যমে জাতির পিতার এ অসামান্য অর্জনকে উদযাপন করা হবে। সম্প্রতি ডিএনসিসি ভবনে অনুষ্ঠিত এক সভায় সিদ্ধান্ত নেয়া হয়।
ডিএনসিসির প্যানেল মেয়র ওসমান গনির সভাপতিত্বে সভায় সংস্কৃতি সচিব ইব্রাহীম হোসেন খান, ঢাকা বিভাগীয় কমিশনার হেলালুদ্দিন আহমেদ, ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মেজবাউল ইসলামসহ বিভিন্ন ওয়ার্ড কাউন্সিলররা উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ভাষণকে গত ৩০ অক্টোবর ঐতিহাসিক দলিল হিসেবে স্বীকৃতি দিয়েছে ইউনেস্কো।
Advertisement
ওইদিন প্যারিসে ইউনেস্কোর প্রধান কার্যালয়ে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণকে ঐতিহাসিক দলিল হিসেবে স্বীকৃতি দিয়ে ‘মেমরি অব দ্য ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল রেজিস্টারে’ তালিকাভুক্তের ঘোষণা দেন সংস্থার মহাপরিচালক ইরিনা বোকোভা।
এএস/এমএমজেড/এমএস