উগ্রবাদী সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএল’র সম্ভাব্য হামলার বিরুদ্ধে হুঁশিয়ার করে হামাসের প্রতিষ্ঠাতা সদস্য ও সিনিয়র নেতা মাহমুদ আজ-জাহার বলেছেন, সন্ত্রাসী এ গোষ্ঠীর যেকোনো হামলার বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নেবে হামাস। হামাসের বিরুদ্ধে আইএসআইএল সন্ত্রাসীরা হামলার হুমকি দেয়ার পর বুধবার এ কথা বলেন তিনি।১৬ মিনিটের এক ভিডিও বার্তায় আইএসআইএল সন্ত্রাসীরা হামাসের ওপর হামলার হুমকির জবাবে মাহমুদ আজ-জাহার বলেছেন, সন্ত্রাসীদের এ হুমকিতে হামাস ভয় পায় না। তিনি বলেন, হামাস কোনো হুমকির কাছে মাথা নত করবে না বরং অবরুদ্ধ গাজা উপত্যকায় নিজেদের নীতি বাস্তবায়নের কাজ অব্যাহত রাখবে। তিনি আরো বলেন, যারা আমাদের নিরাপত্তার ওপর আঘাত হানতে চায় আমরা তাদের সেভাবেই জবাব দেব। আর যদি কেউ বিশ্বাস ও মতবাদ নিয়ে বিতর্ক করতে চায় আমরা তা নিয়ে আলোচনা ও বিতর্ক করতে প্রস্তুত রয়েছি। প্রসঙ্গত, গাজা উপত্যকায় সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএল’র যেকোনো তৎপরতার বিরুদ্ধে হামাস শক্ত পদক্ষেপ নিয়েছে। গত এপ্রিল মাসে আইএসআইএল সন্ত্রাসী গোষ্ঠীর সদস্য হওয়ার জন্য গাজা থেকে সালাফিপন্থি এক ব্যক্তিকে আটক করে হামাস।এসকেডি/পিআর
Advertisement