অর্থনীতি

নতুন নোট বাজারে আসছে আজ

ঈদের আনন্দকে বাড়িয়ে দিতে প্রায় ২২ হাজার কোটি টাকার নতুন নোট আজ বাজারে ছাড়ছে কেন্দ্রীয় ব্যাংক। প্রতিবছরই ঈদের সময় এই নতুন নোট বাজারে ছাড়া হয় বলে জানান বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মাহফুজুর রহমান।তিনি বলেন, বেশিসংখ্যক নতুন নোট বাজারে ছাড়ার জন্য এই সময়টাই বেছে নেয়ার মূল কারণ ঈদের আনন্দটা মানুষের সঙ্গে ভাগ করে নেয়া।ঈদের সময় অনেকে সালামি হিসেবে বা উপহার হিসেবে মানুষ নতুন নোট দেয় আর এই সময় নতুন টাকা পেতেও মানুষ পছন্দ করে। আর তাই রোজার সময় ঈদের আগে নতুন নোট ছাড়ার উদ্যোগ নেয়া হয়।মাহফুজুর রহমান জানান, বাংলাদেশ ব্যাংকের নয়টি অফিস থেকে ও বানিজ্যিক ব্যাংকের অনেকগুলো শাখা থেকে এই টাকা একসঙ্গে ছাড়া হবে।তিনি বলেন, ঈদের সময় ছোট ছোট নোটগুলোর চাহিদা বেশি বেড়ে যায়। তবে অনেক ব্যবসায়ী বেতনে নতুন নোট দিতে চায় বলে বড় নোটগুলোরও চাহিদা থাকে।এসকেডি/এআরএস/পিআর

Advertisement