রাজবাড়ী জেলা শহরের নতুন বাজার মুরগির ফার্ম বাসস্ট্যান্ডে ডিবি পুলিশ পরিচয় দিয়ে যাত্রীদের ব্যাগ তল্লাশির সময় দুই ব্যক্তিকে আটক করেছে পুলিশ। শনিবার সকাল ১০টার দিকে তাদের আটক করা হয়। এ সময় আটকদের কাছ থেকে ডিবি পুলিশের দুটি ভুয়া পরিচয়পত্র জব্দ করা হয়।
Advertisement
আটকরা হলেন- রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার কাজীপড়ার আব্দুল কাজীর ছেলে রনি ব্যাপারী (৩৮) ও ইবাদ মিস্ত্রী পাড়ার মৃত মানু মোল্লার ছেলে সোহরাব মোল্লা (৪৮)।
জেলা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল্লাহ আল তায়াবীর জানান, জেলা শহরের মুরগির ফার্ম বাসস্ট্যান্ডে ডিবি পুলিশ পরিচয়ে দুই ব্যক্তি যাত্রীদের ব্যাগ তল্লাশি শুরু করলে সাধারণ জনগণের সন্দেহ হয়। পরে তারা পুলিশে খবর দিলে সেখানে অভিযান চালিয়ে ভুয়া দুই ডিবি পুলিশকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে দুটি পরিচয়পত্র জব্দ করা হয়। আটকদের বিরুদ্ধে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান তিনি।
রুবেলুর রহমান/আরএআর/এমএস
Advertisement