জাতীয়

ভর্তি হতে পারছে না কারিগরির শিক্ষার্থীরা

শিক্ষাবর্ষ অনুযায়ী একাদশে ক্লাস শুরু ১ জুলাই শুরু হলেও এখনো ভর্তি হতে পারেনি কারিগরি শিক্ষা বোর্ড থেকে পাশ করা বেশির ভাগ শিক্ষাথী। ট্রান্সক্রিপ্ট না থাকায় তারা এ জাটিলতায় পড়েছে বলে জানা গেছে। আর যেসব শিক্ষার্থীরা ভর্তি হতে সক্ষম হয়েছে তাদের কলেজে দিতে হয়েছে ট্রান্সক্রিপ্টের পরিবর্তে লিখিত। কারিবোর্ড সূত্রে এ তথ্য জানা গেছে।  জানা গেছে, ৩০ মে এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশিত হয়। কিন্তু ফল প্রকাশের এক মাস পরও বোর্ডের ট্রান্সক্রিপ্ট দিতে পারেনি কারিগরি শিক্ষা বোর্ড। ফলে ট্রান্সক্রিপ্ট না পাওয়ায় ভর্তি নিয়ে এমন জটিলতা সৃষ্টি হয়েছে। এ প্রসঙ্গে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ড. মো. আবদুল হক তালুকদার বলেন, কিছু জটিলতার কারণে সঠিক সময়ে আমরা শিক্ষার্থীদের জন্য ট্রান্সক্রিপ্ট তৈরি করতে পারিনি। ৩০ জুন সব ট্রান্সক্রিপ্ট তৈরির কাজ শেষ হয়েছে। তবে সময় স্বল্পতার কারণে এগুলো এখন পর্যন্ত শিক্ষার্থীদের কাছে পৌঁছানো সম্ভব হয়নি। ডাকযোগে এগুলো পৌঁছাতে সময় প্রয়োজন হবে আরও এক সপ্তাহ। তাই প্রতিষ্ঠানপ্রধানরা যদি এখান থেকে সংগ্রহ করেন তাহলে এগুলো শিক্ষার্থীদের কাছে দ্রুত পৌঁছানো যাবে।এদিকে, একাডেমিক ট্রান্সক্রিপ্ট না থাকায় এসব শিক্ষার্থী ভর্তি করাতে অস্বীকৃতি জানিয়েছে কলেজ কর্তৃপক্ষ। কারিগরি শিক্ষা বোর্ড একাডেমিক ট্রান্সক্রিপ্ট সঠিক সময়ে সরবরাহ করতে না পারায় এমন জটিলতা তৈরি হয়েছে এ শিক্ষা বোর্ডের অধীনে পাস করা ৯১ হাজার ৪৫৭ শিক্ষার্থীর।একাডেমিক ট্রান্সক্রিপ্ট ছাড়া ভর্তির বিষয়ে চট্টগ্রাম সরকারি সিটি কলেজের অধ্যক্ষ আবদুল হামিদ বলেন, একাডেমিক ট্রান্সক্রিপ্ট ছাড়া ভর্তির নিয়ম নেই। যদি মন্ত্রণালয় কিংবা বোর্ড কর্তৃপক্ষ এসব শিক্ষার্থীকে ভর্তির জন্য লিখিত কোনো নির্দেশ দেয় তাহলে ভর্তি করাতে পারব।এএইচ/পিআর

Advertisement