জাতীয়

মধ্যম আয়ের দেশ হলো বাংলাদেশ

মাথাপিছু আয় এক হাজার ৩০০ ডলারের উপরে আয় নিয়ে বিশ্বব্যাংকের মূল্যায়নে বাংলাদেশ এখন থেকে মধ্যম আয়ের দেশ বলে চিহ্নিত হবে। নতুন অর্থবছরের প্রথম দিন (১ জুলাই) থেকে বাংলাদেশকে নিম্ন আয়ের থেকে মধ্যম আয়ের দেশের কোটায় উন্নীত করেছে বিশ্বব্যাংক।বিশ্বব্যাংকের শ্রেণী বিন্যাস অনুযায়ী মধ্যম আয়ের দেশের দুটি স্তর থাকে- ১. নিম্ন মধ্যম আয়ের দেশ ও ২. উচ্চ মধ্যম আয়ের দেশ। কোনো দেশের মাথাপিছু আয় এক হাজার ৪৫ ডলার হলেই সেই দেশ নিম্ন মধ্যম আয়ের দেশের স্তরে অবস্থান করে। বাংলাদেশের বর্তমান মাথাপিছু আয় এক হাজার ৩০০ ডলারের উপরে। এ কারণেই মাথাপিছু আয় এক হাজার ৪৬ ডলার থেকে চার হাজার ১২৫ ডলার পর্যন্ত এ স্তরে থাকবে বাংলাদেশ। এ আয় চার হাজার ১২৫ ডলার ছাড়ালে তখন উচ্চ মধ্যম আয়ের দেশে পরিণত হবে।বাংলাদেশের সঙ্গে এবার আরও তিনটি দেশ মধ্যম আয়ের দেশে উন্নীত হয়েছে। সেগুলো হলো- মিয়ানমার, কেনিয়া ও তাজিকিস্তান। নতুন এ চারটি দেশসহ বর্তমানে বিশ্বে মধ্যম আয়ের দেশের সংখ্যা ৫১টি।এসআরজে

Advertisement