জাতীয়

শাহজালালে বিপুল স্মার্ট ঘড়ি জব্দ

রাজধানীর হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরের আমদানি কার্গো এলাকা থেকে ১৫শ’ পিস ঘড়ি জব্দ করেছে বিমানবন্দর শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতর। জব্দকৃত এসব ঘড়ির আনুমানিক মূল্য প্রায় দেড় কোটি টাকা। এ ঘটনায় জড়িত কাউকে আটক করা যায়নি।বুধবার দুপুরে বিমানবন্দরের কার্গো এলাকা থেকে এসব ঘড়ি জব্দ করা হয়। বিমানবন্দর শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের সহকারী পরিচালক (এডি) উম্মে নাহিদা আক্তার বিষয়টি নিশ্চিত করেছেন। সূত্র জানায়, মিথ্যা ঘোষণা দিয়ে টেলিপোর্ট বিডি নামে একটি প্রতিষ্ঠান ঘড়িগুলো বাংলাদেশে আমদানি করে। প্রায় ৮৮ লাখ টাকা শুল্ক ফাঁকি দিয়ে মিথিলা এন্টারপ্রাইজ নামের সিঅ্যান্ডএফ এজেন্ট বিমানবন্দর থেকে দুপুর আড়াইটার দিকে মালামাল বের করার চেষ্টা করে।ঘড়িগুলো রাজধানীর ধানমন্ডি রোড নম্বর ৪/এ, ৫৫ নম্বর বাড়ির ঠিকানায় টেলিপোর্ট বিডি প্রতিষ্ঠানের নামে বিদেশ থেকে এসেছে। শুল্ক গোয়েন্দা কর্মকর্তারা জানান, দেশে আমদানি করা জব্দকৃত ঘড়িগুলো মোবাইল ফোনের নাম করে ফ্রাইট ইউনিটে আনা হয়।ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জানান শুল্ক গোয়েন্দা কর্মকর্তারা।বিএ/আরআইপি

Advertisement