খেলাধুলা

বিপিএল না খেলার সিদ্ধান্ত ‘নিষিদ্ধ’ হাফিজের

কুমিল্লা ভিক্টোরিয়ান্সের পক্ষে চলতি বিপিএলে অংশ নিতে আগামীকাল (শনিবার) বাংলাদেশে আসার কথা ছিল পাকিস্তান তারকা অলরাউন্ডার মোহাম্মদ হাফিজের। তবে ত্রুটিপূর্ণ বোলিং অ্যাকশনের দায়ে তৃতীয়বারের মত নিষিদ্ধ হওয়ার কারণে বাংলাদেশের ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে না খেলার সিদ্ধান্ত নিয়েছেন পাকিস্তানি অলরাউন্ডার।

Advertisement

বিপিএলে না খেলার কারণ সম্পর্কে হাফিজ বলেছেন, ‘কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে বিপিএল খেলতে আমি বাংলাদেশে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। আমি লাহোরে থেকে আমার বোলিং অ্যাকশন নিয়ে কাজ করতে চাই। আইসিসির অধিভুক্ত ল্যাবরেটরিতে বায়োমেকানিক পরীক্ষা দেওয়ার আগ পর্যন্ত এখানে বোলিং অ্যাকশন নিয়ে কাজ করতে চাই।’

গত অক্টোবরে সংযুক্ত আরব আমিরাতে শ্রীলঙ্কার বিপক্ষে সীমিত ওভারের সিরিজে তার বোলিং নিয়ে সন্দেহ প্রকাশ করেন আম্পায়াররা। এরপর ইংল্যান্ডের একটি পরীক্ষাগারে বায়োমেকানিক পরীক্ষায় অংশ নেন। রিপোর্টে তার কয়েকটি ডেলিভারিতে ত্রুটি পাওয়া যায়। এর ফলে তৃতীয়বারের মত তার বোলিং নিষিদ্ধ করলো আইসিসি।

আইসিসি তার বোলিং নিষিদ্ধ করলেও ভেঙে পড়েননি ৩৭ বয়সী এই তারকা। সমস্যা কাটিয়ে দ্রুত ফেরার প্রত্যয় জানিয়ে তিনি বলেন, ‘আসছে নিউজিল্যান্ড সফর ও পাকিস্তান সুপার লিগ আমার কাছে গুরুত্বপূর্ণ। পরের বছর জাতীয় দলের হয়ে অনেক ক্রিকেট ম্যাচ আছে। আমি আমার বোলিং অ্যাকশন শোধরাতে সব চেষ্টা করব।’

Advertisement

এমআর/আইআই