দেশজুড়ে

বান্দরবানে ইয়াবাসহ এক বৌদ্ধ ভিক্ষুক আটক

বান্দরবানে তিন হাজার পিস ইয়াবাসহ এক বৌদ্ধ ভিক্ষুকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। আটক ওয়ানাসারা (৩৩) লামা উপজেলার সরই ইউনিয়নের থোয়াইশৈ ওয়া মারমার ছেলে। বুধবার দুপুরে শহরের হোটেল হিলবার্ড এলাকা থেকে তাকে আটক করা হয়।জেলা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল্লাহ ভূঁইয়া জানান, গোপন সংবাদের ভিত্তিতে দুপুরে বান্দরবান শহরের হোটেল হিলবার্ড এলাকা থেকে যৌথ অভিযান চালায় এনএসআই ও ডিবি পুলিশ। এ সময় তল্লাশি চালিয়ে ওয়াইনার কাছে থাকা একটি পলিথিন থেকে দুই হাজার ৭৪৫টি ইয়াবা উদ্ধার করা হয়।বান্দরবান জেলা পুলিশের পরিদর্শক মো. আমির হোসেন বলেন, ওয়ানাসারা বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।সৈকত দাশ/এআরএ/আরআই

Advertisement