বরিশাল মহানগর ছাত্রলীগের মেয়াদোত্তীর্ন কমিটি বাতিলের জন্য কেন্দ্রীয় ছাত্রলীগ সভাপতি-সাধারণ সম্পাদককে আইনী নোটিশ দিয়েছেন সাবেক ৬ ছাত্রনেতা। নোটিশ প্রাপ্তির ৩ কার্যদিবসের মধ্যে মহানগর ছাত্রলীগের কমিটি বাতিল করে গঠনতন্ত্র অনুসারে নতুন কমিটি গঠন করার জন্য অনুরোধ জানানো হয়েছে। বুধবার দুপুরে ছাত্রলীগের সাবেক ৬ ছাত্রনেতার পক্ষে অ্যাডভোকেট মো. আজাদ রহমান এ আইনী নোটিশ দেন। নোটিশে উল্লেখ করা হয়েছে, নোটিশ অনুযায়ী বরিশাল মহানগর ছাত্রলীগের কমিটি ভেঙে নতুন কমিটি করা না হলে কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি-সাধারণ সম্পাদকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। নোটিশদাতা সাবেক ছাত্রলীগ নেতারা হলেন, মহানগরের সাবেক যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান, সাবেক আহ্বায়ক কমিটির সদস্য আবুল বশার সুমন, এসএম মাসুদ, ইব্রাহিম কামাল এবং ২১ নম্বর ওয়ার্ড ছাত্রলীগ কর্মী মো. শাকিল হাওলাদার ও মো. আতিকুর রহমান পাভেল। নোটিশপ্রাপ্ত ছাত্রলীগ নেতারা হলেন, কেন্দ্রীয় সভাপতি বদিউজ্জামান সোহাগ, সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম, বরিশাল মহানগর সভাপতি মো. জসিমউদ্দিন ও সাধারণ সম্পাদক অসীম দেওয়ান। নোটিশে উল্লেখ করা হয়েছে, ২০১১ সালের ৯ জুলাই মহানগর ছাত্রলীগের শুধুমাত্র সভাপতি-সাধারণ সম্পাদক পদ অনুমোদন দেয় কেন্দ্রীয় ছাত্রলীগ। মহানগরের সভাপতি সাধারণ সম্পাদক এ পর্যন্ত নগরীর ওয়ার্ড শাখাগুলো পুনর্গঠন করতে পারেননি। এমনকি মহানগর কমিটি মেয়াদোত্তীর্ন হলেও কাউন্সিলের মাধ্যমে নতুন কমিটি গঠন করা হয়নি। মহানগরের সভাপতি-সাধারণ সম্পাদক বিভিন্ন অনৈতিক ও বেআইনী কর্মকাণ্ডে লিপ্ত। মহানগর কমিটি মেয়াদোত্তীর্ন হওয়ায় তারা গত ২৮ জুন ২১ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের যে কমিটি গঠন করেছেন তাও সম্পূর্ণ অবৈধ।নোটিশদাতা বরিশাল মহানগর ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।সাইফ আমীন/এমএএস/আরআইপি
Advertisement