আগামী আগস্টে অনুষ্ঠেয় বিশ্ব এ্যাথলেটিকস চ্যাম্পিয়নশীপের আগেই অস্থিকাঠামোর সমস্যাজনীত ইনজুরি থেকে সুস্থ হয়ে ওঠার লক্ষ্যে বিশ্ব বিখ্যাত চিকিৎসক উইলহেম মুলার-উলফাহর্টর্টের শরণাপন্ন দেখানোর জন্য বুধবার মিউনিখ পৌঁছেছেন বিশ্ব নন্দিত স্প্রিন্ট স্টার উসাইন বোল্ট।১০০ ও ২০০ মিটার ইভেন্টের বিশ্ব ও অলিম্পিক চ্যাম্পিয়ন বোল্ট ফিটনেস সমস্যার কারণে আগামী শনিবার প্যারিসে শুরু হতে যাওয়া ডায়মন্ড লিগ ও আগামী ৯ জুলাই লুসানের প্রতিযোগিতা থেকে নিজেকে প্রত্যাহার করে নিয়েছে। অস্থিকাঠামো জমে যাওয়া সংক্রান্ত ইনজুরি বোল্টের বাঁ-পায়েও সংক্রমিত হয়েছে। যে কারণে গত সপ্তায় জ্যামাইকান চ্যাম্পিয়নশীপ থেকেও নিজেকে প্রত্যাহার করে নিয়েছিলেন তিনি।এখন বোল্টের একমাত্র লক্ষ্য হচ্ছে আগামী ২২ থেকে ৩০ আগস্ট চীনের রাজধানী বেইজিংয়ে অনুষ্ঠেয় বিশ্ব চ্যাম্পিয়ন পর্যন্ত নিজেকে ফিট রাখা। সে লক্ষ্যে তিনি মুলার-উলফাহর্ট এর সঙ্গে কাজ শুরু করতে যাচ্ছেন। বিশ্বকাপ জয়ী জার্মান ফুটবল দলের দলীয় এই চিকিৎসক এর আগেও বোল্টের চিকিৎসা করেছেন।৭২ বছর বয়সী ওই জার্মান চিকিৎসক প্রসঙ্গে বোল্ট বলেন, তিনি হচ্ছেন বিশ্বের শ্রেষ্ঠ চিকিৎসক এবং মহান একজন ব্যক্তি। এর আগে তিনি আমার পেশীর চিকিৎসাও করেছেন। তবে তিনি আমার কাছে একজন ডাক্তারের চেয়েও বড় কিছু।২০১৩ সাল থেকে কোন মৌসুমই পরিপূর্ণভাবে শেষ করতে না পারা ২৮ বছর বয়সী বোল্টের কাছে প্যারিস ও লুসানে থেকে নিজেকে সরিযে নেয়ার ঘটনাটি নতুন সংযোজন।এ মৌসুমে তিনি মস্কোতে অনুষ্ঠিত ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশীপে অংশ নিয়ে জয় করেছেন ১০০ মিটার, ২০০ মিটার রিলের স্বর্ন পদক।এমআর/আরআইপি
Advertisement