রাজনীতি

হীরক রাজার মতো পতন হবে সরকারের : খালেদা

দুর্নীতি ও অপশাসনের জন্য সরকারের পরিণতি হীরক রাজার মতো হবে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তিনি বলেছেন, আল্লাহ এই জালিম অত্যাচারী সরকারকে পরীক্ষা করছে তারা আর কতো দুর্নীতি করতে পারে, আর কতো খারাপ কাজ করতে পারে, আর কতো মিথ্যা কথা বলেতে পারে।বুধবার সন্ধ্যায় রাজধানীর বসুন্ধরা কনভেনশন সেন্টারে লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) আয়োজিত এক ইফতার পার্টিতে অংশ নিয়ে এ কথা বলেন খালেদা জিয়া। তিনি বলেন, ‘জনগণ দড়ি ধরে টান দেয়ার জন্য প্রস্তুত হয়ে আছে। যেদিন টান দেবে কিংবা সরকারের আটকে ধরা দড়ি কেটে দেবে তখন এরা খান খান হয়ে যাবে।’সরকার সতর্ক করে সাবেক এই প্রধানমন্ত্রী বলেন, ‘সাবধান হওয়ার এখনই সময়, পালানোর জায়গা ঠিক করুন।’ খালেদা জিয়া অভিযোগ করে বলেন, ‘সরকার ২০ দলের পেছনে লেগে আছে। তাদের দলের লোকজন অপকর্ম করছে, কিন্তু তাদের কিছু হয় না। অথচ বিএনপি ও ২০ দলের নেতাকর্মীদের মিথ্যা মামলায় গ্রেফতার করা হচ্ছে। তাদের জামিন দেয়া হয় না।’সম্প্রতি সাবেক মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকীর জামিন প্রসঙ্গে খালেদা জিয়া বলেন, ‘মহানবী (সা.) ও হজ নিয়ে কটূক্তিকারীকে সরকার জামিনে মুক্ত করে দিয়েছে। জনরোষের ভয়ে তিনি এখন পালিয়ে আছেন। সরকারের এবং আইনশৃঙ্খলা বাহিনীর কিছু অতি উৎসাহী সদস্যেরও একই অবস্থা হবে।’সরকারি দলের লোকজন এবং আইনশৃঙ্খলা বাহিনীর অতি উৎসাহী সদস্যদের পালানোর জায়গা ঠিক করার পরামর্শ দিয়ে তিনি বলেন, ‘কোথায় যাবেন? পালানোর জন্য জায়গা ঠিক করে রাখুন। জনগণ আজ জেগে উঠেছে। সাবধান হওয়ার এখনই সময়।’ বিএনপি চেয়ারপারসন বলেন, ‘আপনারা যে অপকর্ম করেছিলেন সেদিন বুঝবেন যেদিন আপনাদের বিচার হবে।’এলডিপির চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদের সভাপতিত্বে এতে ২০ দলের শীর্ষ নেতৃবৃন্দ ও বিশিষ্ট নাগরিকরা উপস্থিত ছিলেন। ইফতারের আগে দেশ ও জাতির কল্যাণ কামনা করে মোনাজাত করা হয়।এমএম/বিএ 

Advertisement