বিপিএল শুরুর ঠিক দুইদিন আগে একবার বাংলাদেশে এসেছিলেন পাকিস্তানের পেস লিজেন্ড এবং সাবেক অধিনায়ক ও কোচ ওয়াকার ইউনুস। তবে সেবার একদিনের বেশি বাংলাদেশে থাকেননি। ২৪ ঘণ্টার ঝটিকা সফর শেষে আবার ফিরে যান নিজ দেশে।
Advertisement
বিপিএল শুরুর দু’দিন আগে আসা হয়েছিল সিলেট সিক্সার্সের জন্যই। সেবার ঢাকায় নেমে সোজা সিলেট চলে যান তিনি। সেখানে অংশ নেন সিলেট সিক্সার্সের উদ্যোগে আয়োজিত বোলার হান্ট প্রতিযোগিতায় বাছাই পর্ব, পুরস্কার বিতরনী অনুষ্ঠানে। এরপর সিলেট জেলা স্টেডিয়ামে আয়োজিত সিক্সার্সের জার্সি উম্মোচন অনুষ্ঠানেও যোগ দেন তিনি। এসব প্রোগ্রাম শেষ করে আবার ফিরেও যান তিনি।
আবারও ঢাকায় এসে পৌঁছেছেন ওয়াকার ইউনুস। তবে এবার আর একদিন-দু’দিনের জন্য নয়। বিপিএলের বাকি অংশ পুরোটার জন্যই। সেই সিলেট সিক্সার্সের মেন্টর হয়েই ঢাকায় এসেছেন পাকিস্তানের সাবেক এই অধিনায়ক এবং কোচ। আজ বিকেল ৫টার পর ঢাকায় এসে পৌঁছান ওয়াকার ইউনুস।
সিলেট সিক্সার্সের মিডিয়া ম্যানেজার তামজিদুল ইসলাম বিষয়টা নিশ্চিত করেন জাগো নিউজকে। তিনি জানান, ‘ওয়াকার ইউনুস মেন্টর হিসেবে বিপিএলের বাকি অংশোর পুরোটা সময় সিলেট সিক্সার্সের সঙ্গে থাকবেন।’
Advertisement
এআরবি/আইএইচএস/আইআই