জাতীয়

রাষ্ট্রপতির সঙ্গে সশস্ত্র বাহিনী বিভাগের নতুন পিএসও’র সাক্ষাত

সশস্ত্র বাহিনী বিভাগের নব নিযুক্ত প্রিন্সিপাল স্টাফ অফিসার (পিএসও) লেফটেন্যান্ট জেনারেল মো. মইনুল ইসলাম বুধবার রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এর সাথে সৌজন্য সাক্ষাত করেন। বুধবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানিয়েছে।এ সময় লেফটেন্যান্ট জেনারেল মো. মইনুল ইসলাম তাকে সশস্ত্র বাহিনী বিভাগের পিএসও হিসেবে নিয়োগ দেওয়ায় সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। নব নিযুক্ত পিএসও সশস্ত্র বাহিনীর উন্নয়ন ও আধুনিকায়নে রাষ্ট্রপতির সহায়তা কামনা করেন। সাক্ষাতকালে রাষ্ট্রপতির কার্যালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, লেফটেন্যান্ট জেনারেল মো. মইনুল ইসালাম বুধবার সশস্ত্র বাহিনী বিভাগের পিএসও হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন। ইতোপূর্বে তিনি সেনাবাহিনী সদর দপ্তরের চিফ অব জেনারেল স্টাফ (সিজিএস) পদে কর্মরত ছিলেন। এসএ/এসএইচএস/আরআইপি

Advertisement