খেলাধুলা

পাকিস্তানকে ২৭৫ রানের লক্ষ্য দিলো বাংলাদেশ

শুরুটা দুর্দান্ত ছিল বাংলাদেশ যুবাদের। তবে শেষ দিকে কিছুটা খেই হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের শেষ চারের ম্যাচে পাকিস্তানের বিপক্ষে ২৭৪ রান সংগ্রহ করেছে সাইফবাহিনী। জয়ের জন্য পাকিস্তানের লক্ষ্য ২৭৫ রান।

Advertisement

কুয়ালালামপুরের কিনকারা একাডেমি মাঠে টস হেরে ব্যাট করতে নেমে শুরুটা দুর্দান্ত করেন টাইগার দুই ওপেনার পিনাক ঘোষ ও নাইম শেখ। উদ্বোধনী জুটি থেকে আসে ৫১ রান। এরপর ব্যক্তিগত ১৪ রান করে সাজঘরে ফেরেন নাইম।

নাইমের বিদায়ের পর অধিনায়ক সাইফকে সঙ্গে নিয়ে ১০৫ রানের জুটি গড়েন পিনাক। দুইজনেই দেখা পান হাফ সেঞ্চুরির। ৬১ রান করা সাইফের বিদায়ের পর ৮২ রান করে সাজঘরে ফেরেন পিনাক ঘোষ।

এরপরই কিছুটা ছন্দ পতন ঘটে বাংলাদেশের। দ্রুত বিদায় নেন তৌহিদ (৫), আমিনুল (১৩) ও মাহিদুল (৩)। তবে শেষ দিকে আফিফ ৫২ আর নাইম ২২ রান করলে ২৭৪ রানের সংগ্রহ পায় যুবারা।

Advertisement

এর আগে এশিয়ার পরাশক্তি ভারতকে বিদায় করে শেষ চারে জায়গা করে নেয় বাংলাদেশ।

এমআর/আরআইপি