রাজধানীর আজিমপুরের মেয়র সাঈদ খোকন ও ঢাকা মহানগর (দক্ষিণ) আওয়ামী লীগের কর্মী সমাবেশকে কেন্দ্র করে উত্তেজনা বিরাজ করছে। পাল্টাপাল্টি কর্মসূচি দেয়ায় কে বা কারা সমাবেশস্থলের সামনে সিটি কর্পোরেশনের ময়লা ফেলে গেছে।
Advertisement
সরেজমিনে দেখা গেছে, আজিমপুরে পার্ল হারবাল কমিউনিটি সেন্টার (ভিকারুননিসা স্কুলের পাশে) শ্মশানের রাস্তায় কে বা কারা ডাস্টবিনের ময়লা ফেলে রেখেছে। সেখানে আজ (বৃহস্পতিবার) বেলা সাড়ে ১১টায় আওয়ামী লীগের কর্মী সমাবেশ ডেকেছে ঢাকা দক্ষিণ মহানগর আওয়ামী লীগ। পাশেই ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) মেয়র সাঈদ খোকন পাল্টা কর্মসূচি দিয়েছেন।
বিষয়টি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। সমাবেশস্থলের সামনে হঠাৎ ময়লার ফেলে রাখায় এক পক্ষ অপর পক্ষকে দোষারোপ করছে। দু'পক্ষের মাঝে সংঘর্ষের আশঙ্কায় অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে।
জানা গেছে, সম্প্রতি মগবাজার-মালিবাগ-মৌচাক ফ্লাইওভার উদ্বোধনী অনুষ্ঠানে শাহে আলম মুরাদের সমর্থকরা মেয়রের দাওয়াতে আগত মুক্তিযোদ্ধাদের অপমান করে। এর প্রতিবাদে মুক্তিযোদ্ধারা আজ (বৃহস্পতিবার) আজিমপুর পার্ল হারবার কমিউনিটি সেন্টারের সামনের রাস্তায় এক প্রতিবাদ সভা কর্মসূচি দেন। সভায় মেয়রের সম্মতি ছিল বলে জানান সংশ্লিষ্টরা।
Advertisement
এদিকে মুক্তিযোদ্ধাদের প্রতিবাদ সভার কথা জানতে পেরে মহানগর (দক্ষিণ) আওয়ামী লীগ হঠাৎ করে বর্ধিত সভা ডাকে। তবে তাদের বর্ধিত সভাস্থল পার্ল হারবারের সামনের রাস্তায় কে বা কারা ময়লা ফেলে যায়। মহানগর নেতাদের দাবি, সমাবেশ ঠেকাতে মেয়রের নির্দেশে ডিসিসির কর্মীরা এসব ময়লা রেখে গেছে।
এমইউ/আরএস/আরআইপি