নবনিযুক্ত বিমান বাহিনী প্রধান এয়ার মার্শাল আবু এসরার বুধবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তার তেজগাঁও কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেন। গত ১২ জুন দায়িত্ব গ্রহণের পর প্রধানমন্ত্রীর সঙ্গে এটিই তার প্রথম অফিসিয়াল সাক্ষাৎ। প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম বলেন, প্রধানমন্ত্রী নতুন বিমানবাহিনী প্রধানকে শুভেচ্ছা জানান এবং বাংলাদশে আধুনিক সময়োপযোগী এবং বিশ্বমানের বিমান বাহিনী গড়ে তুলতে সরকারের পক্ষ থেকে সকল ধরনের সহযোগিতার আশ্বাস দেন। শেখ হাসিনা দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব সুরক্ষায় বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা এবং সামরিক সেবার ক্ষেত্রে বাংলাদেশ বিমান বাহিনীর অবদানের প্রশংসা করেন। শেখ হাসিনা আশা করেন বিমান বাহিনীর প্রতিটি সদস্য নতুন বিমান প্রধানের নেতৃত্বে স্বাধীনতা যুদ্ধের চেতনা ও সংবিধানের প্রতি অবিচল আস্থা রেখে দেশে উন্নয়নে কাজ করে যাবেন।এসএইচএস/পিআর
Advertisement