সিরাজগঞ্জের সলঙ্গায় ৭৩৫ বোতল ফেনসিডিলসহ ট্রাকচালক জুলফিকার আলী ভুট্টকে (৪০) আটক করেছে পুলিশ। আটক জুলফিকার চাপাইনবাবগঞ্জের নাচোল থানার শ্রীরামপুর গ্রামের আকবর আলীর ছেলে। বুধবার দুপুরে উপজেলার হাটিকুমরুল গোলচত্বর এলাকা থেকে তাদের আটক করা হয়।সলঙ্গা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, পাথরবোঝাই আজাদ এন্টারপ্রাইজের একটি ট্রাক (ঢাকা মেট্রো-ট-০২-০৪৬০) চাপাইনবাবগঞ্জ থেকে ঢাকা যাচ্ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে সলঙ্গার হাটিকুমরুল গোলচত্বর এলাকায় দুপুরে ট্রাকচালক জুলফিকারকে আটক করা হয়।পরে ট্রাকে তল্লাশি চালিয়ে ৭৩৫ বোতল ফেনসিডিল উদ্ধার হয়। এ ব্যাপারে সলঙ্গা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি। বাদল ভৌমিক/এআরএ/আরআইপি
Advertisement