জুয়াড়িদের কাছ থেকে ফিক্সিংয়ের প্রস্তাব পেয়েছিলেন জিম্বাবুয়ের অধিনায়ক গ্রায়েম ক্রেমার। গত মাসে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টের আগে তাকে টার্গেট করেছিলেন জুয়াড়িরা। ক্রেমার বিষয়টি আইসিসিকে জানানোর পর এই বিষয়ে তদন্ত চলছে।
Advertisement
২১ অক্টোবর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্ট খেলতে নামার আগে জিম্বাবুয়ের খেলোয়াড়রা খবর পান, তাদের দলের একজনকে ফিক্সিংয়ের প্রস্তাব দেয়া হয়েছে। তবে তিনি তাতে রাজি হননি। এরপর বিষয়টি আইসিসির দুর্নীতি দমন কমিশনকে জানানো হয়। শুরু হয় তদন্ত।
জিম্বাবুয়ে ক্রিকেটের সহযোগিতায় এই তদন্ত প্রক্রিয়া এখনও চলছে। তাই এই বিষয়ে বিস্তারিত কিছু বলতে রাজি হননি আইসিসির কেউ। সংস্থাটির একজন মুখপাত্র জানিয়েছেন, তদন্ত চলছে। এই বিষয়ে কেউ তথ্য দিয়ে সাহায্য করতে চাইলে যোগাযোগ করতে পারেন।
বুলাওয়েতে ওয়েস্ট ইন্ডিজ এবং জিম্বাবুয়ের মধ্যকার সিরিজটি ছিল দুই টেস্টের। সিরিজে ১-০ ব্যবধানে জয় লাভ করে ক্যারিবিয়রা।
Advertisement
এমএমআর/জেআইএম